Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বছরের শুরুতেই মিলে গেল বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী!

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১২:৩৬ এএম

বছরের শুরুতেই মিলে গেল বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী!

বিজ্ঞাপন

নতুন বছরের শুরুতেই আবারও আলোচনায় উঠে এসেছে বুলগেরিয়ার রহস্যময় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গার নাম। বছরের প্রথম কয়েক দিনের মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া কিছু ঘটনার সঙ্গে তার পূর্বাভাস মিলছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জোর আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক সংঘাত নিয়ে তার করা ভবিষ্যদ্বাণীগুলো নতুন করে নজর কেড়েছে।

বাবা ভাঙ্গা পূর্বাভাস দিয়েছিলেন, ২০২৬ সাল ঘিরে বিশ্বজুড়ে যুদ্ধ ও দাঙ্গার মাত্রা আরও বাড়বে। চলতি বছরের একেবারে শুরুতেই ভেনেজুয়েলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের খবর সামনে আসায় অনেকেই সেই ভবিষ্যদ্বাণীর সঙ্গে সাম্প্রতিক ঘটনার যোগসূত্র খুঁজছেন। ভেনেজুয়েলার ওপর হামলা এবং দেশটির রাজনৈতিক অস্থিরতা নতুন করে বৈশ্বিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মত বিশ্লেষকদের একাংশের।

২০২৬ নিয়ে আর কী বলেছিলেন বাবা ভাঙ্গা?

বাবা ভাঙ্গার কথিত ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালে বিশ্বজুড়ে অশান্তি বাড়বে। যুদ্ধ, সশস্ত্র সংঘর্ষ ও রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পাবে। তিনি দাবি করেছিলেন, বিশ্বের পূর্বাঞ্চলে বড় আকারের একটি যুদ্ধ শুরু হতে পারে, যেখানে ধীরে ধীরে শক্তিশালী দেশগুলো জড়িয়ে পড়বে। অনেকেই এটিকে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করছেন।

একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দ্রুত বিস্তার নিয়েও সতর্ক করেছিলেন বাবা ভাঙ্গা। তার মতে, এআই একাধিক গুরুত্বপূর্ণ খাতে আধিপত্য বিস্তার করবে, যার ফলে নার্সিং থেকে শুরু করে ম্যানুয়াল শ্রমসহ নানা পেশায় কর্মসংস্থানের সংকট দেখা দিতে পারে।

এছাড়া ভবিষ্যতে সিনথেটিক অর্গ্যান বা কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবহার বাড়বে বলেও তিনি পূর্বাভাস দিয়েছিলেন। যদিও এই প্রযুক্তি ব্যাপকভাবে মানুষের জীবনে প্রভাব ফেলতে সময় লাগবে বলেই ধারণা করা হয়।

বিজ্ঞান, রাজনীতি ও দুর্যোগের পূর্বাভাস

বাবা ভাঙ্গার কথিত ভবিষ্যদ্বাণীতে রয়েছে, ভবিষ্যতে মানুষ শুক্র গ্রহে খনিজ অনুসন্ধান শুরু করতে পারে। যদিও এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে সংশয় রয়ে গেছে। পাশাপাশি তিনি বলেছিলেন, রাশিয়ার কোনো প্রভাবশালী নেতা অস্থির সময়ের মধ্যে বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

প্রাকৃতিক দুর্যোগ নিয়েও সতর্কবার্তা দিয়েছিলেন তিনি। তার মতে, ২০২৬ সালে বন্যা, খরা ও ভূমিকম্পের মতো দুর্যোগে বিশ্বের ৮ থেকে ১০ শতাংশ ভূখণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি বহির্বিশ্ব বা ভিনগ্রহের সঙ্গে মানবজাতির যোগাযোগ স্থাপনের সম্ভাবনার কথাও উল্লেখ করেছিলেন তিনি।

কে ছিলেন বাবা ভাঙ্গা?

বাবা ভাঙ্গা ছিলেন বুলগেরিয়ার এক নারী ভবিষ্যদ্বক্তা, যিনি ১৯৯৬ সালে মারা যান। তার আসল নাম ভ্যাঙ্গেলিয়া পান্ডেভা গুশতেরোভা। জীবদ্দশায় ইউরোপীয় সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ ও প্রযুক্তিগত অগ্রগতিসহ নানা বিষয়ে তার করা পূর্বাভাস বাস্তবে মিলেছে বলে বহু অনুসারীর দাবি। সে কারণেই মৃত্যুর বহু বছর পরও তার ভবিষ্যদ্বাণী ঘিরে আগ্রহ ও বিতর্ক আজও অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার