বিজ্ঞাপন
বাংলাদেশে কি আসছে আরও বড় ঝাঁকুনি? বিশেষজ্ঞের সতর্কতা কী বলছে?
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:৪১ এএম
বিজ্ঞাপন
মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে গভীর রাতে পরপর দুবার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এরপর ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে একই এলাকায় দ্বিতীয় দফা ভূমিকম্প আঘাত হানে।
এ বিষয়ে সকালে সকাল ৬টার দিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে এক পোস্টে জানান, আজ ভোরে বাংলাদেশ ও ভারতের আসাম রাজ্যে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তাঁর তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং প্রায় ৩০ সেকেন্ড পর দ্বিতীয় ভূমিকম্পটি ঘটে ৫ দশমিক ৪ মাত্রায়।
তিনি আরও জানান, দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির নিকটবর্তী মরিগাঁও এলাকা।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। একই গভীরতায় দ্বিতীয় ভূমিকম্পটিরও উৎপত্তি ঘটে।
মোস্তফা কামাল পলাশ তাঁর পোস্টে সতর্ক করে বলেন, দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৪ হওয়ায় এটিকে মধ্যম মাত্রার ভূমিকম্প হিসেবে ধরা হচ্ছে। এ কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। এসব আফটারশক বাংলাদেশের ভেতরে কিংবা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের কোনো সক্রিয় ফল্ট লাইনে সংঘটিত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন