বিজ্ঞাপন
আয় নেই, তবু কোটিপতি স্ত্রী: ৩২ প্রার্থীর হলফনামায় বিস্ময়কর তথ্য
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০২:১২ পিএম
বিজ্ঞাপন
সংসদ সদস্য প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে চমকপ্রদ চিত্র। চট্টগ্রাম ও কুমিল্লার একাধিক আসনে এমন বহু এমপি প্রার্থীর স্ত্রীর সন্ধান মিলেছে, যাদের আয় নেই বা আয়ের তথ্য ‘শূন্য’ দেখানো হলেও তারা বিপুল সম্পদের মালিক। কোথাও আবার স্ত্রীর সম্পদ স্বামীর তুলনায় বহু গুণ বেশি।
আয়হীন স্ত্রীর ৪৩ কোটি টাকার সম্পদ
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর স্ত্রী শ্যামানজার শ্যামা খানের নামে রয়েছে ৪৩ কোটি ২০ লাখ টাকার সম্পদ। হলফনামায় তাঁর পেশা ব্যবসা উল্লেখ করা হলেও আয়ের ঘরে কোনো অর্থ দেখানো হয়নি। বিপরীতে, হুম্মাম কাদের চৌধুরীর নিজের সম্পদের পরিমাণ ৮১ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ স্ত্রীর সম্পদ তাঁর চেয়ে প্রায় ৫২ গুণ বেশি। নগদ অর্থের ক্ষেত্রেও স্ত্রীর পরিমাণ স্বামীর তুলনায় প্রায় সাত গুণ।
শুধু এই একটি ঘটনা নয়—চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ৩২ জন এমপি প্রার্থীর মধ্যে প্রায় ৬০ শতাংশ প্রার্থীর স্ত্রীই কোটিপতি বলে জানা গেছে।
চট্টগ্রামে ৯ স্ত্রীর সম্পদ ৪ থেকে ১৮ কোটি টাকা
হলফনামা বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রামে অন্তত ৯ জন এমপি প্রার্থীর স্ত্রীর সম্পদের পরিমাণ চার কোটি থেকে সাড়ে ১৮ কোটি টাকার মধ্যে। এর মধ্যে উল্লেখযোগ্য—
জামিলা নাজনীন মাওলা, চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর স্ত্রী। বছরে আয় মাত্র ৯ লাখ ১৮ হাজার টাকা দেখানো হলেও তাঁর সম্পদ ১৮ কোটি ৫০ লাখ টাকা।
রিজিয়া আকবর খোন্দকার, চট্টগ্রাম-৬ আসনের বিএনপি প্রার্থী গোলাম আকবর খোন্দকারের স্ত্রী। আয়ের ঘরে ‘প্রযোজ্য নহে’ লেখা হলেও তাঁর সম্পদের পরিমাণ প্রায় ১৬ কোটি টাকা।
পারভীন মাহমুদ, চট্টগ্রাম-৫ আসনের প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের স্ত্রী। আয় নেই, কিন্তু সম্পদ ১৫ কোটি টাকা।
নাজনীন নিজাম, চট্টগ্রাম-১৩ আনোয়ারা আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামের স্ত্রী। আয় নেই, সম্পদ আট কোটি ২৪ লাখ টাকা।
তাহেরা আলম, চট্টগ্রাম-১১ আসনের বিএনপি প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর স্ত্রী। সম্পদের পরিমাণ সাত কোটি ৪০ লাখ টাকা।
এ ছাড়া বোয়ালখালী, চন্দনাইশ, কোতোয়ালি ও সাতকানিয়া-লোহাগাড়া আসনেও একাধিক প্রার্থীর স্ত্রীর নামে চার থেকে সাত কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে।
তিন কোটি পর্যন্ত সম্পদের মালিক আরও অনেকে
চট্টগ্রামের বিভিন্ন আসনে অন্তত ছয়জন প্রার্থীর স্ত্রীর সম্পদের পরিমাণ দুই থেকে তিন কোটি টাকা। এদের অনেকেরই আয়ের ঘরে শূন্য বা ‘প্রযোজ্য নয়’ উল্লেখ রয়েছে। আবার কোথাও চিকিৎসক বা শিক্ষক পেশা দেখানো হলেও বার্ষিক আয় উল্লেখ করা হয়নি।
একাধিক আসনে একই প্রার্থীর দুই স্ত্রী থাকলেও দুজনই কোটিপতি—এমন নজিরও মিলেছে।
পাঁচ প্রার্থীর স্ত্রীর কোনো সম্পদ নেই
চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে কেবল সন্দ্বীপে প্রার্থীদের স্ত্রীর নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া আরও কয়েকজন প্রার্থীর স্ত্রীর ক্ষেত্রেও সম্পদ ও আয় উভয়ই শূন্য দেখানো হয়েছে।
কুমিল্লাতেও একই চিত্র
চট্টগ্রামের মতো কুমিল্লাতেও এমপি প্রার্থীদের স্ত্রীর মধ্যে কোটিপতির সংখ্যা কম নয়। ১১টি সংসদীয় আসনে বৈধ প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে অন্তত ১৬ জন কোটিপতি প্রার্থীর তথ্য পাওয়া গেছে, যাদের প্রায় সবার স্ত্রীও কোটিপতি।
কোথাও স্ত্রী স্বামীর চেয়ে কম সম্পদের মালিক, আবার কোথাও সম্পদের অঙ্কে স্ত্রী স্বামীকেও ছাড়িয়ে গেছেন। বিশেষ করে কুমিল্লা-৮ বরুড়া ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে প্রার্থী ও তাঁদের স্ত্রীদের সম্পদের অঙ্ক শতকোটি টাকার ঘর ছুঁয়েছে।
বিজ্ঞাপন