Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

প্রশাসনে এ সপ্তাহের রদবদল

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম

প্রশাসনে এ সপ্তাহের রদবদল

বিজ্ঞাপন

সচিব

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হককে সচিব পদে পদোন্নতি দিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সচিব) (চুক্তিভিত্তিক) মকসুমুল হাকিম চৌধুরীকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) (চুক্তিভিত্তিক) করা হয়েছে। অবসর গমনের সুবিধার্থে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মো. ওমর ফারুককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনকে অবসর প্রদান করা হয়েছে।

গ্রেড-১

অবসর গমনের সুবিধার্থে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) মো. রুহুল আমিন খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১) করা হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১) আব্দুল্লাহ সাজ্জাদ এবং এ টি এম সিদ্দিকুর রহমানকে অবসর প্রদান করা হয়েছে।

অতিরিক্ত সচিব

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মুনির হোসেইন খানকে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মিজ্ মুসরাত মেহ্ জাবীনকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব এবং হাইড্রোকার্বন ইউনিটে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে বদলির আদেশাধীন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ. কে. এম. অলি উল্ল্যাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। অবসর গমনের সুবিধার্থে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব আলমকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব, ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. নূরুল আলম, ভূমি সংস্কার বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মো. রেজাউল কবীর, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মিজ্ নীলিমা আখতার, কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবলু এবং বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মিজ্ কামরুন নাহার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভোগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুস সালাম খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মঈনুল ইসলাম তিতাস, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ বি এম শওকত ইকবাল শাহীন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) মো. যাহিদ হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হক, ডাক ও টেলিযাগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. জানে আলম, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব ড. সিতারা বেগম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মন্ডল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইকবাল হোসেন, জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুহিবুজ্জামান, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জল হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. মজিবর রহমান, মো. আহসান কবীর, মনোজ কুমার রায় এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ্ মাকসুরা নূরকে অবসর প্রদান করা হয়েছে।

যুগ্মসচিব

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মো. মনির হোসেনকে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আবুল হাসানকে জ¦ালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ বদরুল হককে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব, স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মো. আল্-আমিন সরকারকে পরিকল্পনা কমিশনের যুগ্মপ্রধান (যুগ্মসচিব), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজ্ রোকসানা খাঁনকে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মো. আনোয়ার ইমামকে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব, জ¦ালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মো. আকনুর রহমানকে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের (এনডিসি কোর্স- ২০২৫ শেষে সদ্য যোগদানকৃত) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) এ. টি. এম. আবদুল্লাহেল বাকীকে অর্থ বিভাগের যুগ্মসচিব, স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মোহাম্মদ ফজলে আজিমকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ড. মো. মনিরুল ইসলামকে “পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান (২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আল মামুনকে “ঝঃৎবহমঃযবহরহম ঝড়পরধষ চৎড়ঃবপঃরড়হ ঋড়ৎ ওসঢ়ৎড়াবফ জবংরষরবহপব, ওহপষঁংরড়হ ধহফ ঞধৎমবঃরহম (ঝঝচওজওঞ)” শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক পদে নিয়োগের জন্য তার চাকরি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে বদলির আদেশাধীন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. ওয়াহেদুর রহমানকে “চাইল্ড সেনসেটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) ফেইজ-২ (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক পদে নিয়োগের জন্য তার চাকরি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আব্দুল আউয়াল, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মহাব্যবস্থাপক (যুগ্মসচিব) এ. বি. এম আবদুল হালিম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মিজ্ মাসুদা খাতুন, মো. মনজির আহমদ, এবং মো. মাহবুবুর রহমানকে অবসর প্রদান করা হয়েছে।

উপসচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. লিয়াকত আলী সেখকে নৌপরিবহন অধিদপ্তরের পরিচালক, বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র কক্সবাজারের পরিচালক মো. লুৎফুর রহমানকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক, ভূমি মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে বদলির আদেশাধীন বাংলাদেশ প্রশাসন ও ব্যবস্থাপনা ইনিস্টিটিউট (বিয়াম) ফাউন্ডেশনের উপপরিচালক মো. রেহানুল হককে বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র কক্সবাজারের পরিচালক, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (এনআইডিএ) উপসচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকিরকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব, সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে সদ্য যোগদানকৃত জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. জামিরুল ইসলামকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. আকবর হোসেনকে বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসক কার্যালয়ের উপ ওয়াক্ফ প্রশাসক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) মুহাম্মদ মিজানুর রহমান মিয়াকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা করা হয়েছে। অবসর গমনের সুবিধার্থে টেকসই ও নবায়নযোগ্য জ¦ালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) পরিচালক (উপসচিব) নিপুল কান্তি বালাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. আসাদ উল্লাহ, জগদীশ চন্দ্র সরকার, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মো. ফরহাদ মিঞা, সৈয়দ আহসান হাবীব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটিডি) উপসচিব মোহাম্মদ ইউছুফকে অবসর প্রদান করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব/ সহকারী সচিব

মেরিন সেফটির স্পেশাল অফিসার (সিনিয়র সহকারী সচিব) নাদির শাহকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এর একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব), অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব মিজ্ তাসলিমা মোস্তারীকে অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপপরিচালক মিজ্ জাকিয়া আফরিনকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের উপপরিচালক, লালমনিরহাট পাটগ্রামের উপজেলা নির্বাহী অফিসার মিজ্ সানজিদা আক্তারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব), গাজীপুর সিটি করপোরেশনের মহাব্যবস্থাপক (পরিবহন) মো. আবু আবদুল্লাহ খানকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব এর একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল হুসেইন খাঁনকে সরকারি যানবাহন অধিদপ্তরের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব, ক্যাডার বহির্ভূত) মো. লুৎফর রহমানকে অবসর প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার