Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

কেন বাংলাদেশ ভারতে খেলে যাবে না, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম

কেন বাংলাদেশ ভারতে খেলে যাবে না, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা কারণে দেশটির সংস্থাগুলোর পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে বিধায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল যেটা বলেছেন, আমি এটাকে সম্পূর্ণ সমর্থন করি। একজন ক্রিকেটার ওখানে সীমিত সময়ের জন্য যাবে, খেলবে চলে আসবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব না হয় সে কারণে তাকে স্পষ্টভাবে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমার টিম যাবে, শুধুতো টিম যাবে না সমর্থকরাও যাবে; খেলা দেখতে যাবে, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করব, তারা নিরাপদে থাকবে?

তিনি বলেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলোর যে বাংলাদেশবিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চলছে, সেটার পরিপ্রেক্ষিতে সত্যিকার অর্থে ভারতীয় সংস্থাগুলোর পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে। সে হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিশ্বকাপ খেলব তবে ভারতের বাইরে খেলব।

এদিকে, ভারতে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। অন্যদিকে ভারত থেকে তেল ও চাল আমদানি করছে বাংলাদেশ। এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের স্বার্থ যেখানে আছে হাতে ধরে তো আমরা নষ্ট করতে যাব না। এখানে আমাদের স্বার্থ আছে না যাওয়াতে। কারণ আমাদের লোকজনের নিরাপত্তার প্রশ্ন। কাজেই আমাদের শর্ত না যাওয়াতে। আমরা আমাদের লোকজনদের পাঠাবো না। আমাদের চাল কেনার যদি স্বার্থ থাকে, যদি আমরা কমে দামে পাই এবং আমাদের কিনতেই হয় আমি কোনো সমস্যা দেখি না।

ভারতে বাংলাদেশের তিনটি মিশনে ভিসা ইস্যু বন্ধের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, যে মিশনগুলো সমস্যা সৃষ্টি হয়েছে, আমরা আপাতত ভিসা ইস্যু বন্ধ রাখতে বলেছি। এটা নিরাপত্তার জায়গা।

পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে তিনি বলেন, এটা নিয়ে কথাবার্তা চলছে।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান সৌদি আরবে অনুষ্ঠেয় একটি বহুপক্ষীয় ফোরামে যোগ দিতে শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকা ছাড়ার তথ্য জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার