Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ম‍্যানচেস্টার-সিলেট ফ্লাইট বন্ধ নাকরতে বিমানকে ৮ বৃটিশ এমপির চিঠি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১১:০৯ এএম

ম‍্যানচেস্টার-সিলেট ফ্লাইট বন্ধ নাকরতে বিমানকে ৮ বৃটিশ এমপির চিঠি

বিজ্ঞাপন

ম্যানচেস্টার–সিলেট সরাসরি ফ্লাইট স্থগিতের সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার ও নর্থ ওয়েস্ট অঞ্চলের আটজন সংসদ সদস্য।

চিঠিটি পাঠানো হয় বিমান বাংলাদেশের সিইও শাফিউল আজিমের কাছে। এর অনুলিপি দেওয়া হয়েছে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকেও।

শুক্রবার (৯ জানুয়ারি) পাঠানো ওই চিঠিতে এমপিরা বলেন, ম্যানচেস্টার–সিলেট রুট যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ বাংলাদেশি কমিউনিটির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য যোগাযোগ মাধ্যম। অসুস্থ স্বজনের খোঁজ নেওয়া, মৃত্যুজনিত জরুরি সফর, চিকিৎসা ও পারিবারিক প্রয়োজনে বহু মানুষ এই সরাসরি ফ্লাইটের ওপর নির্ভরশীল।

তারা জানান, ১ ফেব্রুয়ারি থেকে বুকিং সিস্টেমে ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট দেখা না গেলেও এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা ব্যাখ্যা দেওয়া হয়নি, যা যাত্রীদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি করেছে।

সংসদ সদস্যরা সতর্ক করে বলেন, বিকল্প ইনডিরেক্ট ফ্লাইটগুলো শুধু ব্যয়বহুলই নয়, বরং বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য শারীরিকভাবে অত্যন্ত কষ্টসাধ্য।

চিঠিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে তিনটি বিষয় স্পষ্ট করার আহ্বান জানানো হয়।

ম্যানচেস্টার–সিলেট রুটের বর্তমান অবস্থা নিশ্চিত করা, রুট স্থগিতের পেছনের যুক্তি ব্যাখ্যা করা এবং এই গুরুত্বপূর্ণ সেবা রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানানো।

এমপিরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বাংলাদেশ হাইকমিশন ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সমন্বয় করে রুটটি স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং ক্ষতিগ্রস্ত কমিউনিটির সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানান।

তাঁদের মতে, সামাজিক ও মানবিক দিক বিবেচনার পাশাপাশি নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের জন্য এই রুটের দীর্ঘমেয়াদি কৌশলগত গুরুত্ব রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার