Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

নবম পে-স্কেল ঘোষণা স্থগিত, সরকারের ব্যাখ্যা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম

নবম পে-স্কেল ঘোষণা স্থগিত, সরকারের ব্যাখ্যা

বিজ্ঞাপন

সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘদিন ধরেই প্রতীক্ষিত নবম পে-স্কেল বা নতুন বেতন কাঠামো এ মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না। এর পেছনে প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে দেশের চলমান আর্থিক চাপ এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি।

অন্তর্বর্তীকালীন সরকার এই সময় নতুন বেতন কাঠামো ঘোষণা না করলেও, একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করার পরিকল্পনা নিয়েছে। সেই রূপরেখা পরে নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা হবে, যাতে নবম পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগোতে পারে।

সরকারি কর্মচারীরা এই ঘোষণার পর কিছুটা হতাশ হলেও জানানো হয়েছে, পরবর্তী সরকার বিষয়টি পুনঃমূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের আর্থ-সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনা করে একটি সময়োপযোগী প্রতিবেদন জমা দিতে কমিশনকে বলা হয়েছে। তিনি বলেন, আমাদের পরিকল্পনা হলো একটি আধুনিক কাঠামো তৈরি করা। আমরা সময় পেলে ঘোষণা দিয়ে যাব, অন্যথায় নতুন সরকার এসে এটি বাস্তবায়ন করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার