Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

এসএসসি ও দাখিলের কেন্দ্র নিয়ে জরুরি নির্দেশনা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম

এসএসসি ও দাখিলের কেন্দ্র নিয়ে জরুরি নির্দেশনা

বিজ্ঞাপন

২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষার কেন্দ্র নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। এ পরীক্ষার জন্য যে সব কেন্দ্র চূড়ান্ত ব্যবহারিক নম্বর অনলাইনে দিতে পারে নাই, তাদের এ তথ্য দিতে নতুন তারিখ নির্ধারন করা হয়েছে।

একইসঙ্গে যেসব প্রতিষ্ঠান বাস্তব প্রশিক্ষণের নম্বর দিতে পারে নাই তারাও তথ্য এন্ট্রির সুযোগ পাচ্ছে। এ পর্যায়ে দুটি কার্যক্রমের তথ্যই আগামী ১৫ জানুয়ারির মধ্যে অনলাইনে এন্ট্রি করতে হবে। পরবর্তীতে নম্বর এন্ট্রি করার আর সুযোগ থাকবে না।

রোববার (১১ জানুয়রি) কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষার যে সব কেন্দ্র নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত ব্যাবহারিক (PF) নম্বর এন্ট্রি করতে পারে নাই সে সব কেন্দ্র আগামী ১৫ জানুয়ারির মধ্যে আবশ্যিকভাবে অনলাইনে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

এছাড়াও জানানো হয়, বাস্তব প্রশিক্ষণের (IA) নম্বর অনলাইনে এন্ট্রি করার সর্বশেষ তারিখ ছিল ২২ জানুয়ারি পর্যন্ত। প্রবিধান-২০২৫ অনুযায়ী বাস্তব প্রশিক্ষণের সময় চার সপ্তাহ নির্ধারণ করায় নবম শ্রেণির বাস্তব প্রশিক্ষণ আগামী ৪ জানুয়ারি সমাপ্ত হয়েছে। এজন্য বাস্তব প্রশিক্ষণের (IA) নম্বর সব প্রতিষ্ঠানকে আগামী ১৫ জানুয়ারির মধ্যে আবশ্যিকভাবে অনলাইনে পাঠানো জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার