Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

প্রশ্ন ফাঁস হয়নি, সুষ্ঠু হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:০৮ পিএম

প্রশ্ন ফাঁস হয়নি, সুষ্ঠু হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা

বিজ্ঞাপন

প্রশ্নফাঁসসহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য জেলা ব্যতীত দেশের ৬১ জেলায় একযোগে আয়োজিত এ পরীক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও জেলা প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ করা হয়।

সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সর্বোচ্চ নিরাপত্তা ও তদারকির কারণে পরীক্ষা ঘিরে কোনো বিশৃঙ্খলা বা প্রশ্নফাঁসের অভিযোগ পাওয়া যায়নি।
রোববার (১১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর লিখিত পরীক্ষা ও পার্বত্য জেলা ব্যতীত ৬১ জেলায় ১ হাজার ৪০৮ কেন্দ্রে ৯ জানুয়ারি একযোগে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। লিখিত পরীক্ষা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ জেলা প্রশাসন সর্বোচ্চ সর্তকতামূলক ব্যবস্থা নিয়েছে। ফলে সারা দেশে প্রশ্নফাঁসসহ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


তবে কিছু কিছু কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অপচেষ্টাকারীদের শনাক্ত করে বহিষ্কারসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে আবেদন পড়ে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন পড়ে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি। তবে ঠিক কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন এবং কতজন অনুপস্থিত ছিলেন, সে তথ্য নিশ্চিত করেনি অধিদপ্তর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার