বিজ্ঞাপন
পে-স্কেলের দাবিতে আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম
বিজ্ঞাপন
নবম জাতীয় পে-স্কেলের গেজেট জারির দাবিতে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আবার আন্দোলন শুরু করবেন তারা।
রোববার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী এ তথ্য জানিয়েছেন।
আজীজী বলেন, আজ রোববার রাতে ঢাকায় জোটের মিটিং হবে। নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে সংবাদ সম্মেলনে আন্দোলনের দিনক্ষণ জানিয়ে দেবেন।
তিনি আরো বলেন, প্রাথমিক পর্যায়ে সরকারকে পে-স্কেলের দাবিতে আলটিমেটাম দেবেন। সরকার যদি কর্ণপাত না করে, তাহলে জেলায় জেলায় মানববন্ধনসহ কর্মসূচি দিতে বাধ্য হবেন। আজ জোটের সভায় আন্দোলনের কর্মপরিকল্পনা ঠিক করা হবে।
এদিকে নবম পে-স্কেলে বিশ্ববিদ্যালয়সহ সব পর্যায়ের শিক্ষকদের আলাদা বেতন কাঠামোর (স্বত্রন্ত্র বেতন স্কেল) দাবি ছিলো দীর্ঘদিনের। বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়াও দিয়েছিলো পে-কমিশন। তবে সুপারিশ জমা দেয়ার শেষ প্রান্তে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে বড় ধরনের দুঃসংবাদ দিয়েছে কমিশন।
পে-কমিশনের একটি সূত্র জানিয়েছে, স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়ে কমিশন ইতিবাচক থাকলেও এটি পে-কমিশনের বিষয় নয়। পে-কমিশন মূলত বিদ্যমান বেতন গ্রেডের বিষয়ে সুপারিশ করবে। স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি সার্ভিস কমিশনের ব্যাপার। এখানে পে-কমিশনের করণীয় নিয়ে কিছু নেই।
নাম অপ্রকাশিত রাখার শর্তে পে-কমিশনের এক সদস্য বলেন, শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে কমিশন কোনো সুপারিশ করবে না। এ বিষয়ে সুপারিশের এখতিয়ার কমিশনের নেই।
বিজ্ঞাপন