Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

আহতদের খোঁজ মেলেনি, হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম

আহতদের খোঁজ মেলেনি, হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থানে ধানমন্ডি থানার সাহেদ আলীসহ ১০ জনকে হত্যাচেষ্টা মামলায় ‘আহতদের খোঁজ না পেয়ে’ শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (১২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন—শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত, জুনাইদ আহমেদ পলক, জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ, শামীম ওসমান, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ অন্যান্য নেতারা।

মামলা দায়ের করা হয় ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর সীমান্ত স্কয়ার থেকে বাসায় ফেরার পথে ধানমন্ডি ২৭ নম্বরের মীনা বাজারের সামনে সাহেদ আলীসহ মোট ১০ জনকে গুলি করা হয়। এই ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়।

মামলার তদন্তভার পরবর্তীতে পিবিআই পায়। তদন্তকালে তদন্ত কর্মকর্তা শাহজাহান ভূঞাঁ আহতদের খুঁজতে চেষ্টা করেন। তিনি সীমান্ত স্কয়ার মার্কেট, ঢাকা কলেজ, সিটি কলেজ এবং ঘটনাস্থলের আশপাশের হাসপাতালগুলোতে প্রতিবেদন সংগ্রহ করেন। বাদীকে নোটিশ দেওয়া হয়, তবে প্রয়োজনীয় সাড়া পাওয়া যায়নি। বাদীর নাম ও পরিচয় যাচাইয়ের পরও তদন্তকালে তিনি বা চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য সরবরাহ করেননি।

এই কারণে পিবিআই মামলার আসামিদের মধ্যে শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহারের সুপারিশ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। পরবর্তী শুনানি আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার