বিজ্ঞাপন
তৃতীয় দিন আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৪০ জন
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম
বিজ্ঞাপন
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানির তৃতীয় দিনে ৪০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি সোমবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন (ইসি) এদিন মোট ৭০ জন প্রার্থীর আপিল শুনানির জন্য তালিকাভুক্ত করে। শুনানি শেষে ৪০ জনের আপিল মঞ্জুর করা হয়। এছাড়া আগের দিনের একটি আপিলও এদিন অনুমোদন দেওয়া হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হয়।
ইসি সূত্রে জানা গেছে, শুনানি শেষে বিভিন্ন কারণে ২৫ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী শুনানিতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি চারজনের আপিল আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে এবং একজনের আপিল শুনানি করা সম্ভব হয়নি।
এর আগে নির্বাচন কমিশনে শনিবার (১০ জানুয়ারি) আপিল নম্বর ১ থেকে ৭০ এবং রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়। সোমবার অনুষ্ঠিত হয়েছে ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি। আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংশোধিত নির্বাচনি তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন।
নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন