Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

জানা গেল এ বছর কতদিন ছুটি থাকছে কলেজে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম

জানা গেল এ বছর কতদিন ছুটি থাকছে কলেজে

বিজ্ঞাপন

চলতি ২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি কলেজগুলোতে মোট ৭২ দিন ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি কলেজগুলোর বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে। গত বছরের তুলনায় এবার ছুটি এক দিন বেশি নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এই তালিকায় ধর্মীয়, জাতীয় দিবস ও মৌসুমি অবকাশ মিলিয়ে পুরো বছরের ছুটির সময়সূচি উল্লেখ করা হয়েছে।

ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ একত্রে ধরে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে না।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নির্ধারণ করা হয়েছে এক দিনের ছুটি। ঈদুল আজহা উপলক্ষে ছুটি থাকবে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত, মোট ১০ দিন

দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন কলেজ বন্ধ থাকবে। শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর, মোট ১১ দিন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখেই এই ছুটির সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যাতে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব না পড়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার