Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

যেভাবে টানা ৪ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম

যেভাবে টানা ৪ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা

বিজ্ঞাপন

চলতি বছরের শুরুতেই মিলতে পারে ৪ দিনের ছুটি। এই তিন দিনের ছুটির সঙ্গে একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে চার দিনের টানা ছুটি।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবেবরাত পালিত হওয়ার কথা রয়েছে। যদিও শবেবরাত পালনের বিষয়ে চাঁদ দেখার ওপর নির্ভর করে।

সেই হিসাবে, যদি ৪ ফেব্রুয়ারি শবেবরাত হয়, তবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিনের ছুটি নিতে পারলেই মিলবে টানা ৪ দিনের ছুটি। কেননা বৃহস্পতিবারের পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

হিসাব অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ছুটি নিতে পারলে টানা ৪ দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে, সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ছুটি থাকবে। যদিও এতে বলা হয়েছে, এই ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার