Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

পুলিশের ৯৬ এএসপিকে বদলি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৪৬ এএম

পুলিশের ৯৬ এএসপিকে বদলি

বিজ্ঞাপন

বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। ৯৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশের বিভিন্ন পুলিশ ইউনিট ও জেলায় পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষরে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর পিআরবি ভলিউম-১ এর প্রবিধান ৭৯০ অনুযায়ী শিক্ষানবিশ এএসপিদের মাঠপর্যায়ের বাস্তব প্রশিক্ষণে পাঠানো হচ্ছে। এ প্রশিক্ষণ কর্মসূচির বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সম্মতিও নেওয়া হয়েছে।

বাস্তব প্রশিক্ষণকালে সংশ্লিষ্ট শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা যে ইউনিট বা জেলায় সংযুক্ত থাকবেন, সেখান থেকেই তারা নিয়মিত বেতন ও ভাতা গ্রহণ করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার