Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

ইতালিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় রাষ্ট্রদূত ও সর্বস্তরের বাংলাদেশিরা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম

ইতালিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় রাষ্ট্রদূত ও সর্বস্তরের বাংলাদেশিরা

বিজ্ঞাপন

ইতালির রোমে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় রোমের বাংলাদেশি অধ্যুষিত এলাকা টিএমসি মসজিদে ইতালি বিএনপির উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজায় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ঢালি নাসির উদ্দিন, ইতালি বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ ছাড়াও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসল্লি জানাজায় উপস্থিত ছিলেন। জানাজা শেষে মুসল্লিরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘ ও প্রভাবশালী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

আরও পড়ুন
অন্যদিকে খালেদা জিয়ার মৃত্যুতে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে।

এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন অন্যতম জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ নারী নেতৃত্বের এক প্রতীক হিসেবে বিবেচিত হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার