Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

ইতালিতে গাড়ি চাপায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম

ইতালিতে গাড়ি চাপায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

বিজ্ঞাপন

ইতালিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের ডাসার উপজেলার ছাব্বির মোল্লা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) সকা‌লে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত ছাব্বির মোল্লা উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপারা গ্রামের আক্কাশ মোল্লার ছেলে।

নিহতের পরিবার জানান, ছাব্বির মোল্লা গত রোববার (২৮ ডিসেম্বর) বিকালে ইতালির রাজধানী রোমে একটি গাড়ি চাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ রোববার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের ভাই জানান, অনেক স্বপ্ন নিয়ে সংসারের হাল ধরার জন্য ছাব্বির মোল্লা কয়েক বছর আগে ইতালিতে পাড়ি জমান। কিন্তু তার সব স্বপ্ন আজ অধরাই থেকে গেল।

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বিষয়টি খুবই বেদনাদায়ক। নিহতের পরিবারের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার