Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

মর্যাদার নতুন অধ্যায়, মার্কিন শহরে খালেদা জিয়ার নামে রাস্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম

মর্যাদার নতুন অধ্যায়, মার্কিন শহরে খালেদা জিয়ার নামে রাস্তা

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। হ্যামট্রমিক শহরের কেন্দ্রস্থলে অবস্থিত গুরুত্বপূর্ণ ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে তার নামেই পরিচিত হবে। শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব ও গণতান্ত্রিক সংগ্রামের প্রতি এক ব্যতিক্রমধর্মী স্বীকৃতি হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা।

হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশে অবস্থিত কারপেন্টার স্ট্রিটের নাম পরিবর্তনের প্রস্তাব সম্প্রতি সিটি কাউন্সিলে অনুমোদন পায়। বর্তমানে কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য দায়িত্ব পালন করছেন, যাদের সক্রিয় উদ্যোগ ও প্রচেষ্টায় এই নামকরণ বাস্তবায়িত হয়েছে। প্রবাসীদের মতে, এটি শুধু একটি সড়কের নাম পরিবর্তন নয়; বরং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও আন্দোলনের এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতার নামে সড়কের নামকরণ নতুন নয়। এর আগে শিকাগো শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়ক নামকরণ করা হয়েছিল। এবার মিশিগানে খালেদা জিয়ার নামে সড়ক যুক্ত হওয়ায় প্রবাসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আরেকটি অধ্যায় স্থায়ী রূপ পেল। স্থানীয়দের ধারণা, এর মাধ্যমে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিরা দেশের ইতিহাস এবং সাবেক প্রধানমন্ত্রীর ভূমিকা সম্পর্কে আরও সচেতন হবে।

এই নামকরণকে ঘিরে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। তাদের মতে, এটি প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাব ও সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। বহুসাংস্কৃতিক জনপদের জন্য পরিচিত হ্যামট্রমিক শহরে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর নামে সড়কের নামকরণ দুই দেশের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করবে বলেও মনে করছেন তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার