বিজ্ঞাপন
লন্ডনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা
আজিজুল আম্বিয়া, লন্ডন
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম
বিজ্ঞাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ইউকে-এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় ১১ জানুয়ারি ২০২৬, লন্ডনের ঢাকা স্ট্রিট, ৮০১ রমফোর্ড রোডে। সভায় সভাপতিত্ব করেন জনাব আব্দুল আজিজ ত্বকী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন নজরুল ইসলাম অকিব।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, বীর মুক্তিযোদ্ধা ফাইজুর রহমান খান, কাউন্সিলর মুজিবুর রহমান, মুজিবুল হক মনি, উর্মি মাজহার, স্মৃতি আজাদ, রফিক উল্ল্যা, সওকত ওসমান, ড. আজিজুল আম্বিয়া, আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক মো. মাসুম বিল্লাহ, এমদাদুল খান, রোজিয়া বেগম, তারেক রহমান, জান্নাতুল ফেরদৌস, আয়েশা সিদ্দিকা সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে বঙ্গবন্ধুর ১৯৭২ সালের ১০ জানুয়ারির স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক অনন্য ও গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, বঙ্গবন্ধুর দেশে ফেরা ছিল কেবল একজন নেতার প্রত্যাবর্তন নয়—বরং এটি ছিল সদ্য স্বাধীন বাংলাদেশের আশা, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ পথচলার দৃঢ় ঘোষণার প্রতীক।
বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা, আপসহীন নেতৃত্ব, ত্যাগ ও আজীবন সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরেন এবং নতুন প্রজন্মের মাঝে তাঁর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি শ্রদ্ধা, ঐক্য ও সৌহার্দ্যের আবহে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
এদিকে, ১২ জানুয়ারি ২০২৫, পূর্ব লন্ডনের ব্রেডি আর্ট সেন্টারে বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকে-এর উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথম পর্বে ড. আজিজুল আম্বিয়া সম্পাদিত প্রামাণ্যচিত্র “ফিরে আসার ইতিহাস, ফিরে পাওয়ার প্রত্যাশা” প্রদর্শিত হয়। কানায় কানায় পূর্ণ হলের দর্শকদের আবেগ আপ্লুত করে প্রামাণ্যচিত্রটি। এ সময় অতিথির আসন থেকে সাবেক মন্ত্রী আব্দুর রহমান দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান জানানোর দৃশ্য উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে।
সংগঠনের সভাপতি সেলিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মতব্বীর হোসেন চুনু ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদের যৌথ পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, মাননীয় মন্ত্রী আব্দুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান। এছাড়াও কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ আরও অনেকে বক্তব্য দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কানায় কানায় পূর্ণ হলের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আহাদ চৌধুরী অর্ধশতাধিক সদস্য নিয়ে গঠিত নতুন কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে আব্দুল হেলাল চৌধুরী সভাপতি এবং মো. মতব্বীর হোসেন চুনু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান পরিচালনা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে কবিতা পাঠের আসর ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।
বিজ্ঞাপন