Logo
Logo
×

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়া

সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষক, বলা হলো ‘জামায়াত-শিবিরের হামলা’

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষক, বলা হলো ‘জামায়াত-শিবিরের হামলা’

বিজ্ঞাপন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় পপুলার হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন; যদিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়েছে, জামায়াত-শিবিরবিরোধী স্ট্যাটাস দেওয়ায় দুবৃত্তরা তার ওপর হামলা চালিয়েছে।

বাপ্পাদিত্য বসু নামে একজন লিখেছেন, আমার বোন, বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ্যালয়ের বাংলা বিভা‌গের সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তার উপর শি‌বি‌রের ক্যাডাররা নৃশংসভা‌বে হামলা ক‌রেছে। আজ যা কর‌ল, তার প্রতি‌শোধ বেঁচে থাক‌লে নেবোই। কথা দিলাম বোন। তিনি আরও লিখেন, জয়নাব বি‌ন‌তে হো‌সেন শান্তু বাংলা‌দেশ, স্বাধীনতা সংগ্রাম, মু‌ক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু নিয়ে এই বিপরীত স্রো‌তের মু‌খেও সোচ্চার ছি‌লেন। গত এক দেড় মাস আগে বিশ্ব‌বিদ্যালয়ের নব্য জামাতী প্রশাসন শান্তু‌কে ডে‌কে লি‌খিত ও মৌ‌খিকভা‌কে লেখা‌লে‌খি ও কথা বলা থে‌কে বিরত থাকার নি‌র্দেশ দেয়। শান্তুর সা‌থে ওই সম‌য়ে সংঘ‌টিত ঘটনাবলীর কার‌ণে আশঙ্কা হ‌চ্ছি‌লো যে ও এমন আক্রম‌ণের শিকার হ‌তে পা‌রে। আজ সেই আশঙ্কাই স‌ত্যি প্রমাণ হ‌লো।

তবে স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাটি ঘটেছে গত শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তিনি রিকশায় যাত্রা করছিলেন, তখন পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা মারলে তিনি পড়ে গিয়ে আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সানজিদা হক মিশু। তিনি বলেন, আহত শিক্ষক জয়নাব বিনতে হোসেনের মা আমাদের জানিয়েছে, রিকশায় যাওয়ার সময় পিছন থেকে একটি বাইক এসে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর তিনি পড়ে গিয়ে আহত হন। বর্তমানে জয়নাব বিনতে হোসেন আশঙ্কামুক্ত আছেন। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার