Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

মুস্তাফিজকে বাদ দেওয়ার পর মুখ খুলল কলকাতা নাইট রাইডার্স

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম

মুস্তাফিজকে বাদ দেওয়ার পর মুখ খুলল কলকাতা নাইট রাইডার্স

বিজ্ঞাপন

আইপিএল ২০২৬ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে না রাখার সিদ্ধান্তের বিষয়ে অবশেষে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার পর দীর্ঘ নীরবতা ভেঙে বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি।

গত আইপিএল ২০২৬ মিনি নিলামে কেকেআর ৯ কোটি ২০ লাখ রুপি ব্যয়ে মুস্তাফিজকে দলে ভেড়ায়।

তবে সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়ে ক্রিকেট অঙ্গনেও। এরই ধারাবাহিকতায় আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকা মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠে, যা শেষ পর্যন্ত বিসিসিআইয়ের সিদ্ধান্তে বাস্তবায়িত হয়।

এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দেশের সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

কেউ সিদ্ধান্তকে সমর্থন করেছেন, আবার কেউ এর কড়া সমালোচনা করেছেন—ফলে অনলাইন পরিসরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।

বিসিসিআইয়ের নির্দেশনার পর কেকেআর এক বিবৃতিতে জানায়, আইপিএল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মুস্তাফিজুর রহমানকে দল থেকে মুক্তি দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিসিসিআই ও আইপিএলের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, আইপিএলের নিয়ম অনুযায়ী তারা একজন বিকল্প খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ পাবে এবং এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ব্যক্তিগতভাবে কোনো ধরনের শৃঙ্খলাভঙ্গ বা পেশাগত সমস্যায় না পড়লেও চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাবেই এই সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে পড়েন মুস্তাফিজ।

ফলে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআরকে এবার তার ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে হবে এই বাঁহাতি পেসারকে ছাড়াই।

৩০ বছর বয়সী মুস্তাফিজুর রহমান ২০১৬ সাল থেকে নিয়মিতভাবে আইপিএলে অংশ নিয়ে আসছেন।

শুধু ২০১৯ ও ২০২০ মৌসুমে তিনি এই টুর্নামেন্টে খেলেননি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক মৌসুমেই আইপিএল শিরোপা জয়ের স্বাদ পান তিনি।

এ পর্যন্ত আইপিএলে ৬০ ম্যাচে অংশ নিয়ে মুস্তাফিজ শিকার করেছেন ৬৫টি উইকেট। ক্যারিয়ারে তিনি সানরাইজার্স হায়দরাবাদ ছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার