বিজ্ঞাপন
আইপিএল থেকে মোস্তাফিজ বাদ, বিজেপি নেতার উচ্ছ্বাস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম
বিজ্ঞাপন
বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এই পদক্ষেপকে দেশটির হিন্দু সম্প্রদায়ের জন্য ‘বড় অর্জন’ হিসেবে আখ্যা দিয়েছেন বিজেপি নেতা সঙ্গীত সোম।
এর আগেও মোস্তাফিজকে আইপিএলে না রাখার দাবি প্রকাশ্যে জানিয়ে আসছিলেন সঙ্গীত সোম। এমনকি বাংলাদেশি এই ক্রিকেটারকে দলে নেওয়ায় কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক বলিউড অভিনেতা শাহরুখ খানকে তিনি কটাক্ষ করে ‘বিশ্বাসঘাতক’ বলেও মন্তব্য করেছিলেন।
শনিবার বিসিসিআইয়ের সচিব দেবাজিৎ সাইকিয়া জানান, চলমান পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষাপটে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। তার ভাষ্য অনুযায়ী, সার্বিক বিষয় বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসার পর উচ্ছ্বাস প্রকাশ করেন বিজেপি নেতা সঙ্গীত সোম। তিনি বলেন, দেশের শত কোটি সনাতন ধর্মাবলম্বীর অনুভূতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ। তার দাবি, জনগণের আবেগকে উপেক্ষা করা সম্ভব ছিল না এবং এটি হিন্দু সমাজের সম্মিলিত সাফল্য।
উল্লেখ্য, আইপিএলের নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্রতিযোগিতায় জিতে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।
তবে সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে ধর্মীয় অবমাননার অভিযোগে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনার পর বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে অভিযোগ সামনে আসে। এই প্রেক্ষাপটেই ভারতের কিছু রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও নেতাদের পক্ষ থেকে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলা হয়।
বিজেপি নেতা কৌস্তভ বাগচি এক বক্তব্যে বলেন, আইপিএলের কোনো দলে যদি বাংলাদেশি খেলোয়াড় রাখা হয় এবং তারা কলকাতায় ম্যাচ খেলতে চায়, তাহলে তা প্রতিহত করা হবে। এমনকি প্রয়োজনে শাহরুখ খানকেও কলকাতায় প্রবেশ করতে দেওয়া হবে না- এমন হুঁশিয়ারিও দেন তিনি।
এ ছাড়া আধ্যাত্মিক নেতা দেবকিনান্দান ঠাকুর কলকাতা নাইট রাইডার্স ও শাহরুখ খানের সমালোচনা করে মোস্তাফিজকে দল থেকে সরানোর দাবি জানান।
শিব সেনা নেতা সাঞ্জয় নিরুপামও একই দাবি তোলেন। অন্যদিকে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রিনাতে প্রশ্ন করেন, কেন বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলের নিলামে অন্তর্ভুক্ত করা হলো। পাশাপাশি অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমার আহমেদ ইলিয়াস কলকাতা নাইট রাইডার্সের সমালোচনা করে শাহরুখ খানের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন