বিজ্ঞাপন
মোস্তাফিজের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা শশী থারুর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৬:২৫ পিএম
বিজ্ঞাপন
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশের আসন্ন আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে দল দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ঘটনায় সমালোচনার ঝড় বয়ছে সোশ্যাল মিডিয়ায়। তবে ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সাংসদ শশী থারুর জানিয়েছেন, মোস্তাফিজকে রাজনীতির মধ্যে টানা উচিত হয়নি।
শশী থারুর বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের সাথে ক্রিকেটকে যুক্ত করার কোন মানে হয় না। মোস্তাফিজ একজন ক্রিকেটার; তাকে এসবের মধ্যে টেনে আনা ঠিক নয়। সে কারো বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি, কারো উপর আক্রমণ করেনি, অথবা এই ধরনের ঘৃণ্য কাজকে সমর্থন করেনি।
তিনি বলেন, এই ধরনের ঘৃণ্য কাজগুলোকে সমর্থন করেনি। যদি ভারত প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয়, তাহলে কেউই আর খেলতে আসবে না। তাতে আখেরে ক্ষতিই হবে। এই বিষয়ে আমাদের উদারতার পরিচয় দেওয়া উচিত।
বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক কিছু ঘটনাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতার খবর সামনে এসেছে।
আবুধাবিতে হওয়া মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা। ওই নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তীব্র লড়াইয়ের পর শেষ পর্যন্ত তাকে পায় কলকাতা। মোস্তাফিজকে দলে নেয়ার পর থেকেই কেকেআর ও দলের মালিক শাহরুখ খানের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়।
আইপিএলে এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৬৫টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার অভিজ্ঞতা আছে এই বাঁহাতি পেসারের।
বিজ্ঞাপন