Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

আইপিএলে মুস্তাফিজকে বাদ দেওয়ায় পাশে দাঁড়ালেন ভারতের তারকারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম

আইপিএলে মুস্তাফিজকে বাদ দেওয়ায় পাশে দাঁড়ালেন ভারতের তারকারা

বিজ্ঞাপন

আইপিএলে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে বলে জানা গেছে।

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেন, সাম্প্রতিক সার্বিক পরিস্থিতির আলোকে বিসিসিআই কেকেআরকে তাদের বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রয়োজনে তারা বিকল্প খেলোয়াড় চাইলে বিসিসিআই তা অনুমোদন করবে।

এই সিদ্ধান্তের পর মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছেন ভারতের কয়েকজন বিশিষ্ট ক্রীড়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব। ভারতের সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল খেলাধুলায় রাজনীতির প্রভাব বৃদ্ধিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন। 

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হয়, বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের সিদ্ধান্তকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। এমনকি শাহরুখ খানও নন। ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিসিআইয়ের অধীনেই পড়ে। তাই বিসিসিআই যা চায়, সেটাই কার্যকর হয়।

এদিকে কংগ্রেস সাংসদ শশী থারুরও মুস্তাফিজ ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন,বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো মানে নেই। মুস্তাফিজ একজন ক্রিকেটার। এসব বিষয়ের সঙ্গে তাকে জড়ানো ঠিক নয়। সে কারও বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি, কাউকে আক্রমণ করেনি কিংবা কোনো ঘৃণ্য কাজকে সমর্থন করেনি। যদি ভারত এভাবে প্রতিবেশী দেশগুলোকে দূরে সরিয়ে দেয়, তাহলে ভবিষ্যতে কেউই আর খেলতে আসবে না।

মুস্তাফিজকে ঘিরে এই সিদ্ধান্ত ও বিতর্ক আন্তর্জাতিক ক্রিকেটে রাজনীতি ও খেলাধুলার সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার