Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

বাংলাদেশের ভেন্যু নিয়ে বিসিসিআই কী ভাবছে, জানাল ভারতের মিডিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ এএম

বাংলাদেশের ভেন্যু নিয়ে বিসিসিআই কী ভাবছে, জানাল ভারতের মিডিয়া

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচের সবগুলোর ভেন্যু ভারতে। বৈশ্বিক টুর্নামেন্ট ঘিরে আজ ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু গতকাল শনিবার আইপিএল স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়ার ঘটনায় ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে!

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে স্কোয়াড থেকে বাংলাদেশি পেসারকে ছেড়ে দিয়েছে কলকাতা। ওই ঘটনায় বড় প্রভাব পড়েছে দেশের ক্রিকেটাঙ্গনে। গতকাল রাতেই জরুরি বৈঠক করেন বিসিবি কর্মকর্তারা। সেই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও বিসিবির এক পরিচালক জানিয়েছেন, আইসিসির কাছে ব্যাখ্যা চাইবে বিসিবি। পাশাপাশি ভারতে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলোর নিরাপত্তার বিষয়েও জানতে চাইবে।

তবে আজ দুপুরে বোর্ড পরিচালকদের আরেকটি সভায় বিসিবি সিদ্ধান্ত নেয়, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে ই-মেইলও করেছে বিসিবি।

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল, আইসিসিকে বিসিবির ই-মেইলবিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল, আইসিসিকে বিসিবির ই-মেইল

এদিকে গতকাল রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বিশ্বকাপের ভেন্যু বদলাতে আইসিসির কাছে অনুরোধ জানাতে বিসিবিকে নির্দেশ দিয়েছেন তিনি। তবে বিসিসিআই জানিয়েছে, বিশ্বকাপ শুরুর অল্প কয়েকদিন বাকি থাকায় ভেন্যু বদলানো কার্যত অসম্ভব।

ক্রীড়া উপদেষ্টা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।’

বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার মন্তব্য কিংবা বিসিবি থেকে আইসিসিতে চিঠি দেওয়ার সংবাদের প্রতিক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারতের ক্রিকেট বোর্ড। তবে বিসিসিআইয়ের এক সূত্র ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেছেন, ‘কারও খেয়াল-খুশিতে হুট করে ম্যাচ বদলে ফেলা যায় না। এটা বিশাল লজিস্টিক সমস্যার সৃষ্টি করবে। প্রতিপক্ষ দলগুলোর কথা ভাবুন- তাদের বিমান টিকিট, হোটেল- সবাই আগে বুক করা।’

এছাড়া সম্প্রচারের বিষয়টি নিয়েও জটিলতা তৈরি হতে পারে, সেটি উল্লেখ করে বিসিসিআই সূত্র আরও বলেছেন, ‘প্রতিদিন তিনটি করে ম্যাচ আছে। এর মানে, একটি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। সেখানেও সম্প্রচার টিম আছে। ফলে (ভেন্যু বদলানোর) বিষয়টা বলা যত সহজ, করা তত সহজ নয়।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার