Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে: রমিজ রাজা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:১১ এএম

মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে: রমিজ রাজা

বিজ্ঞাপন

গত ডিসেম্বরে মিনি নিলামে ৯ দশমিক ২০ কোটি রুপিতে আইপিএলে দল পান বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে দলে নেয় বলিউড সুরপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

কিন্তু সম্প্রতি ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এ ঘটনার কারণে ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে ফাটল ধরে।  ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যাবে না বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে এমনটি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সভাপতি ও দেশটির বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার রমিজ রাজা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধারাভাষ্য দিতে এসেছেন রমিজ রাজা। 

মোস্তাফিজ ইস্যুতে সোমবার যমুনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রমিজ বলেন, ‘আমার মতে বাংলাদেশ তাদের জায়গায় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ প্লেয়ারদের নিরাপত্তা সবার আগে।’ 

তিনি বলেন, খেলা এবং রাজনীতি কখনো এক করা উচিৎ নয়। মোস্তাফিজ তো রাজনীতির সঙ্গে জড়িত নয়।  যা ঘটেছে তা খুবই দুঃখজনক। শুধু বাংলাদেশের সঙ্গে নয়, পাকিস্তানের সঙ্গেও একই ঘটনা ঘটেছে। এর শেষ কোথায় আমি জানি না। এটা ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করেছে।  

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘোষণায় সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।  এ বিষয়ে রমিজ রাজা বলেন, ক্রিকেট আমাদের কাছে ইমোশন, এশিয়া কাপেও এমনটা হয়েছিল। ভারতের ভারতের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয় ভিন্ন এক ভেন্যুতে। আমার মনে হয় বাংলাদেশ তাদের জায়গা থেকে সঠিক। কারণ খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে।  

২০২৩ সালে এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তান সফরে যায়নি। টিম ইন্ডিয়া তাদের ম্যাচ খেলে আরব আমিরাতে। সেই ঘটনা স্মরণ করিয়ে দিয়ে পিসিবির সেই সময়কার চেয়ারম্যান রমিজ রাজা বলেন, ‘ক্রিকেট আমার কাছে ইমোশনাল জায়গা। এর আগে এশিয়া কাপে ভারত নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফরে যায়নি। তারা তাদের ম্যাচ পাকিস্তানকে থেকে সরিয়ে নেয়।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার