Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

অতীত ভুলে ফের বিয়ের পিঁড়িতে ধাওয়ান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম

অতীত ভুলে ফের বিয়ের পিঁড়িতে ধাওয়ান

বিজ্ঞাপন

ভারতীয় ক্রিকেট দলের সাবেক তারকা শিখর ধাওয়ান আগামী ফেব্রুয়ারিতে আইরিশ নাগরিক সোফি শাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর এইচটি সিটি–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে দিল্লি-এনসিআরে বর্ণাঢ্য এই বিয়ের আয়োজন করা হবে। অনুষ্ঠানে ক্রিকেটাঙ্গন ও বলিউডের অনেক তারকা উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।  ইতোমধ্যে জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে, তবে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। একটি সূত্র জানিয়েছে, ‘এটি তাদের জীবনের নতুন শুরু। তারা বিষয়টিকে নীরব আনন্দ ও গভীর কৃতজ্ঞতার সঙ্গে উদযাপন করছেন।’ 

সূত্র আরও জানায়, পুরো আয়োজন পরিকল্পনায় শিখর ধাওয়ান নিজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।     

আরও পড়ুন
শিখর ধাওয়ান ও সোফি শাইনের সম্পর্ক প্রথম আলোচনায় আসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ চলাকালে, যখন তাদের একসঙ্গে গ্যালারিতে দেখা যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর আগে দুবাইয়ে তাদের পরিচয় হয় এবং ধীরে ধীরে সেই পরিচয় বন্ধুত্বে রূপ নেয়। পরে তা সম্পর্কের দিকে এগোয়। জানা গেছে, তারা এক বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে বসবাস করছেন।   

এর আগে শিখর ধাওয়ানের বিয়ে হয়েছিল আয়েশা মুখার্জির সঙ্গে। তাদের সংসারে ১১ বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে, যার নাম জোরাভর ধাওয়ান। ২০২৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার