বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভারতীয় ক্রিকেট দলের সাবেক তারকা শিখর ধাওয়ান আগামী ফেব্রুয়ারিতে আইরিশ নাগরিক সোফি শাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর এইচটি সিটি–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে দিল্লি-এনসিআরে বর্ণাঢ্য এই বিয়ের আয়োজন করা হবে। অনুষ্ঠানে ক্রিকেটাঙ্গন ও বলিউডের অনেক তারকা উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে, তবে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। একটি সূত্র জানিয়েছে, ‘এটি তাদের জীবনের নতুন শুরু। তারা বিষয়টিকে নীরব আনন্দ ও গভীর কৃতজ্ঞতার সঙ্গে উদযাপন করছেন।’
সূত্র আরও জানায়, পুরো আয়োজন পরিকল্পনায় শিখর ধাওয়ান নিজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
এর আগে শিখর ধাওয়ানের বিয়ে হয়েছিল আয়েশা মুখার্জির সঙ্গে। তাদের সংসারে ১১ বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে, যার নাম জোরাভর ধাওয়ান। ২০২৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
বিজ্ঞাপন