বিজ্ঞাপন
‘সুদিনেও’ স্পনসর পাচ্ছে না বাফুফে, হচ্ছে না একটি টুর্নামেন্ট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১০:২৪ এএম
বিজ্ঞাপন
মাঠের ফুটবলে বাংলাদেশের সুদিন চলছে। ২০২৫ সালটা বেশ ভালো কেটেছে। তবে ঘরোয়া ফুটবলের পরিস্থিতিটা ভালো নয় তেমন। এরই মধ্যে এসেছে নতুন দুঃসংবাদ। স্পনসরের অভাবে বাফুফে তাদের সূচি থেকে একটি টুর্নামেন্ট বাদ দিতে বাধ্য হয়েছে।
মৌসুম শুরুর আগে এবার ঘরোয়া ফুটবলে লিগসহ পাঁচটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে না পাঁচ টুর্নামেন্টের একটি কোটি টাকার সুপার কাপ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অন্দরের খবর, পৃষ্ঠপোষক না পাওয়ায় টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।
এ মৌসুমে পাঁচটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বাফুফে। এর মধ্যে বাংলদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লিগ মাঠে গড়িয়েছে। কিন্তু মধ্যবর্তী দলবদলের সময় আলোচিত সুপার কাপ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।
পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘শেষ মুহূর্তে পৃষ্ঠপোষক না পাওয়ায় এবার সুপার কাপ আয়োজন করা যাচ্ছে না। একটি টেলিকম কোম্পানি শুরুতে রাজি ছিল। তবে দিনকয়েক আগে তারা না করে দিয়েছে। এখন পরের মৌসুমে এই টুর্নামেন্ট করা ছাড়া আর কোনো উপায় নেই।’
এর আগে ২০০৯, ২০১১ এবং ২০১৩ সালে সুপার কাপ মাঠে গড়িয়েছিল।
বিজ্ঞাপন