বিজ্ঞাপন
ক্রিকেটীয় টানাপোড়েনে ভারতে ভিন্ন ছবি আঁকলেন শরফুদ্দৌলা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:২৪ এএম
বিজ্ঞাপন
বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্ক যখন টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, তখনই ভিন্ন এক বার্তা দিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। মূস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার রেশ গিয়ে পড়েছে আন্তর্জাতিক পর্যায়েও।
নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি, পরিস্থিতির সংবেদনশীলতা অস্বীকার করার উপায় নেই!
এই প্রেক্ষাপটেই গুজরাটের ভাদোদরায় ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন সৈকত। আলোচনার কেন্দ্রে থাকলেও তার ভূমিকা নিয়ে কোনো ধোঁয়াশা নেই। তিনি কোনো বোর্ডের প্রতিনিধি নন, বরং সরাসরি আইসিসির নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তা। ফলে দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যক্তিগত মতামত কিংবা দেশের রাজনৈতিক অবস্থান এখানে কোনো বিবেচ্য বিষয় নয়।
আইসিসির নির্দেশেই ভারত-নিউজিল্যান্ড সিরিজে কাজ করছেন সৈকত। একই সময়ে এই সিরিজকে ঘিরে প্রশাসনিক তৎপরতাও চোখে পড়ার মতো। ভাদোদরায় বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে আইসিসি সভাপতি জয় শাহর। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে দায়িত্বে থাকলেও বিসিসিআইয়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা এই আয়োজনকে বাড়তি গুরুত্ব দিচ্ছে।
ভারত সফরের আগে বিপিএলেও নিয়মিত আম্পায়ারিং করেছেন সৈকত। বিশ্বকাপসহ আন্তর্জাতিক ক্রিকেটে দুই শতাধিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা তার ঝুলিতে। চলমান উত্তেজনার আবহে তার এই সফর যেন স্মরণ করিয়ে দিল, ক্রিকেটের প্রশাসনে পেশাদারিত্ব অনেক সময় রাজনীতির চেয়েও শক্ত অবস্থান নেয়।
বিজ্ঞাপন