Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

কারাগারে থাকা সেই ‘ভয়ংকর’ অভিজ্ঞতার কথা জানালেন রোনালদিনহো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ এএম

কারাগারে থাকা সেই ‘ভয়ংকর’ অভিজ্ঞতার কথা জানালেন রোনালদিনহো

বিজ্ঞাপন

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো প্রথমবারের মতো প্যারাগুয়ের কারাগারে কাটানো সময়ের অভিজ্ঞতা প্রকাশ করেছেন। ২০২০ সালে ভুয়া পাসপোর্ট ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হয়ে তাকে কিছুদিন প্যারাগুয়ের কারাগারে থাকতে হয়েছিল।

বর্তমানে ৪৫ বছর বয়সী এই সাবেক তারকা জানান, গ্রেপ্তারের পর তিনি আশঙ্কা করেছিলেন কারাগারে তার সঙ্গে মারধরসহ ভয়ংকর কিছু ঘটতে পারে। তবে বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন।

রোনালদিনহো বলেন, শুরুতে তিনি ভেবেছিলেন কারাগারে যেসব ভয়াবহ ঘটনা ঘটে, সেগুলোর মুখোমুখি হবেন। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাকে মারধর না করে বরং ফুটবল ট্রিক দেখাতে বলেন। এমনকি কারাগারের ভেতরেই একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারের পরদিন সকালে আমাদের বাইরে নিয়ে যাওয়া হয়। পাঁচজনের একটি ম্যাচ খেলানো হয়। গার্ড ও কারা কর্মকর্তারা ক্যামেরা নিয়ে খেলা দেখতে আসেন। সবাই দারুণ একটি দিন কাটায়। বলতে পারি, সেখানে কাটানো সময়টা আমার জন্য ভালোই ছিল।

উল্লেখ্য, প্যারাগুয়েতে ভুয়া পাসপোর্ট নিয়ে প্রবেশের অভিযোগে রোনালদিনহো ও তার ভাইকে গ্রেপ্তার করা হয়। পরে প্যারাগুয়ের আদালত তাদের ছয় মাসের কারাদণ্ড দেন। তবে ৩২ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি।

মাঠের সাফল্যের দিক থেকে রোনালদিনহোর ক্যারিয়ার ছিল রূপকথার মতো। দক্ষিণ আমেরিকা ও ইউরোপের ফুটবলে দাপটের সঙ্গে খেলেছেন তিনি। জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, সেরি আ ও কোপা লিবার্তাদোরেস। ব্যক্তিগত অর্জনের মধ্যে রয়েছে ২০০৫ সালের ব্যালন ডি’অর এবং ২০০৪ ও ২০০৫ সালে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।

পোর্তো আলেগ্রেতে জন্ম নেওয়া এই ফুটবল জাদুকর ২০০২ সালে দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপ জয় করেন এবং ১৯৯৯ সালে কোপা আমেরিকার শিরোপা জেতেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার