Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

আসিফ নজরুলের মন্তব্য নিয়ে এবার মুখ খুলল আইসিসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০২:৩৮ এএম

আসিফ নজরুলের মন্তব্য নিয়ে এবার মুখ খুলল আইসিসি

বিজ্ঞাপন

আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের করা সাম্প্রতিক এক দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সংস্থাটি উপদেষ্টার এই বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলে মন্তব্য করেছে।

সোমবার (১২ জানুয়ারি) ঢাকায় এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন, আইসিসি বাংলাদেশের সুনির্দিষ্ট নিরাপত্তা উদ্বেগের বিষয়টি স্বীকার করেছে।

আসিফ নজরুল নিজের বক্তব্যে বলেন, ‘আইসিসির নিরাপত্তা বিভাগের চিঠিতে ভারতে আসন্ন বিশ্বকাপে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তাশঙ্কা বাড়তে পারে বলে জানানো হয়েছে। এই কারণগুলোর মধ্যে অন্যতম একটি হলো—বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা।’

ক্রীড়া উপদেষ্টা বলেন, 'চিঠিতে বলা হয়েছে, তিনটি জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। প্রথমত, বাংলাদেশ দলে যদি মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন। আর তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, তত দলের নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি পাবে।'

তবে আইসিসি বিসিবির সাথে যোগাযোগের কথা স্বীকার করলেও আসিফ নজরুলের এই দাবিগুলো কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। ভারতের সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসির একটি সূত্র জানিয়েছে, ‘ভারতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আইসিসি থেকে বিসিবিকে একটি অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়েছে। কিন্তু আসিফ নজরুল যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা। আইসিসির কোনো বার্তাতেই মুস্তাফিজের দলে থাকা বিষয়টি যে সমস্যা হতে পারে, তা উল্লেখ করা হয়নি। এটি পুরোপুরি ভিত্তিহীন। আনুষ্ঠানিক বার্তায় এমন কোনো পরামর্শ দেওয়া হয়নি।’

উল্লেখ্য, মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে নেওয়ার পর বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার