Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

কেন কোনো ট্রফি জিতলেই তা মায়ের কাছে পাঠান কোহলি?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম

কেন কোনো ট্রফি জিতলেই তা মায়ের কাছে পাঠান কোহলি?

বিজ্ঞাপন

পুরো ক্রিকেট ক্যারিয়ারে বিরাট কোহলি যা কিছু অর্জন করেছেন, তা তার কাছে যেন এক স্বপ্নের মতো। রোববার (১১ জানুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এবং আরও একটি কীর্তি গড়েন। সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলি এখন দ্বিতীয়, শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার।

ক্রিকেটে ছোট-বড় অনেক ট্রফি জিতেছেন কোহলি। সাধারণত এই ধরনের ট্রফি নিজস্ব ঘরে রাখা হয়। কিন্তু কোহলির ক্ষেত্রে এটি আলাদা—ছোট-বড় যত ট্রফি জিতেছেন, সবই তিনি পাঠান তার মায়ের কাছে, যিনি গুরুগ্রামে থাকেন। মা নিজেও এগুলো রাখতে ভালোবাসেন।

কোহলির মতে, তার সাফল্যের সবচেয়ে বড় অংশীদার তার মা, যিনি সবসময় পাশে ছিলেন। 

তিনি বলেন, ‘আমি যখন ট্রফি আমার মায়ের কাছে পাঠাই, তখন মা এগুলো রাখতে খুব খুশি হন।’    

আরও পড়ুন
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির মোট রান ২৮,০৬৮। তিনি শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে (২৮,০২৬) পেছনে ফেলেছেন। এই তালিকায় তার উপরে কেবল শচীন টেন্ডুলকার রয়েছেন, যিনি ৩৪,৩৫৭ রান করেছেন।

কোহলি আরও বলেন, ‘সত্যি বলতে, যদি আমার পুরো যাত্রার দিকে তাকাই, এটি স্বপ্নের চেয়ে কম কিছু নয়। আজকের অবস্থানে পৌঁছানোর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।’

কিন্তু ট্রফি জেতার পরও তিনি এগুলো নিজে রাখেন না। হেসে কোহলি বলেন, ‘মা ট্রফি রাখতে ভালোবাসেন।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার