Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

মেসির চুমু আঁকা সেই বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

মেসির চুমু আঁকা সেই বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

বিজ্ঞাপন

২০২২ বিশ্বকাপের ফাইনাল শেষে তখন পুরস্কার বিতরণী চলছে। লিওনেল মেসি গোল্ডেন বলটা জিতেছেন সবে, সেটা হাতে নিয়ে তাৎক্ষনিকভাবে পোডিয়াম থেকে নেমে যেতে হচ্ছিল। তখনই তার চোখ গেল তার ডানপাশে রাখা বিশ্বকাপ ট্রফিটার দিকে। তিনি তার দিকে এগিয়ে গেলেন, এরপর একটা চুমু এঁকে দেন তার ওপর। সে মুহূর্তটা মেসির জীবনেরই অন্যতম স্মরণীয় এক অধ্যায় হয়ে গেছে, ছবিটাও উঠে গেছে ইতিহাসের পাতায়।

বিশ্বকাপের ট্রফি হাতে ২০০২ বিশ্বকাপজয়ী ফুটবলার গিলবার্তো সিলভা/ফাইল ছবি

লিওনেল মেসি চুমু এঁকে দিয়েছিলেন যে বিশ্বকাপ ট্রফির ওপর, সেটি এখন চলে এসেছে বাংলাদেশে। আজ সকালে ট্রফিটি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার গিলবার্তো সিলভা। ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর’-এর অংশ হিসেবে এই ট্রফিটি ঢাকায় এসেছে। 

বিশ্বকাপ ট্রফির এই বাংলাদেশ সফর অবশ্য নতুন নয়। ২০০২, ২০১৩ ও ২০২২ সালে এই ট্রফিটি বাংলাদেশে আসে। এই সফর গেল ৩ জানুয়ারি সৌদি আরবে শুরু হয়। এরপর আজ সেটি এসেছে বাংলাদেশে।

প্রায় ১৫০ দিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরবে এই ট্রফি। এই সময় ৩০ দেশের ৭৫টি ভেন্যুতে এটি দেখানো হবে। এই যাত্রা শেষ হবে মেক্সিকোতে গিয়ে। সেখানেই আগামী ১২ জুন শুরু হবে বিশ্বকাপ।

আগামী ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনাল শেষে শিরোপাজয়ীর হাতে উঠবে যে শিরোপা, সেই ‘আসল’ শিরোপাই আজ বাংলাদেশে আসা ট্রফিটি। নিখাদ সোনা দিয়ে তৈরি এই ট্রফির ওজন ৬.১৭৫ কেজি। এই ট্রফি বিজয়ী দল উদযাপনের সময় হাতে পায়। তবে সেটি তাদের কাছে রাখতে পারে না। তাদেরকে সোনায় প্রলেপ দেওয়া একটি রেপ্লিকা ট্রফি দেওয়া হয়। 

২০২২ বিশ্বকাপের ট্রফি ট্যুরে প্রদর্শনীতে বড় জনসমাগম হয়েছিল। তবে এবার এটির ব্যাপ্তি কমিয়ে আনা হয়েছে। কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচিত বিজয়ীরাই কেবল এটি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন। সেজন্য টিকিটের বৈধ কপি সঙ্গে রাখতে হবে, সঙ্গে রাখতে হবে কোকাকোলার বোতলের সেই ক্যাপও।

আজ দুপুর ১টায় এই ট্রফি প্রদর্শনী শুরু হবে। সন্ধ্যা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। তা শেষেই দেশ ছাড়বে এই ট্রফিটি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার