বিজ্ঞাপন
বিসিবি-আইসিসির ‘উত্তপ্ত’ ভিডিও কনফারেন্স বৈঠকে কী ঘটেছিল?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম
বিজ্ঞাপন
নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে রাজি হয়নি। এই সিদ্ধান্ত আইসিসিকে দুই দফায় চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি চেষ্টা করছে বোর্ডকে বুঝানোর জন্য, কারণ শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। বিসিবি যতটা নিরাপত্তা নিয়ে শঙ্কিত, আইসিসি বলছে এটা অতিরিক্ত শঙ্কার বিষয় নয়।
এ পর্যন্ত এ বিষয়ে কোনো সমাধান আসেনি, তবে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিসিবি ও আইসিসি কর্মকর্তাদের মধ্যে প্রথম ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত এই সভায় বিসিবি তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং জানিয়েছে, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নিতে যাবে না। এ বিষয়ে তাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না।
বিসিবি একাধিকবার অনুরোধ করেছে যে, কলকাতা ও মুম্বাইয়ের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা অন্য কোনো দেশে স্থানান্তরিত করা হোক। তারা আশা করছে, আইসিসি তাদের অনুরোধ মেনে নেবে।
সূত্রগুলো জানিয়েছে, এই ভিডিও কনফারেন্সে দুটি পক্ষের মধ্যে তীব্র বিতর্ক হয়েছে। বিসিবি আইসিসির কাছে প্রশ্ন তুলেছে, তাদের দেওয়া ‘ইন্টারনাল থ্রেট অ্যাসেসমেন্ট’-এ বলা হয়েছে যে, বাংলাদেশ দলের জন্য ভারতের নিরাপত্তা হুমকি হতে পারে, বিশেষ করে মোস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে এবং বাংলাদেশের জার্সি পরে বের হওয়া দর্শকদেরও বিপদের সম্মুখীন হতে পারে। এসব শঙ্কার পরও আইসিসি কীভাবে বাংলাদেশ দলকে ভারতে পাঠানোর কথা বলছে?
বিসিবি মনে করে, ভারত সরকারের সিদ্ধান্তে স্পষ্ট যে, সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত নয়। আইসিসি জবাবে বলেছে, ভারতের একজন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ বর্তমানে নিরাপত্তাহীনতায় না-থেকেই নিউজিল্যান্ড-ভারত সিরিজে আম্পায়ারিং করছেন। তবে বিসিবি তাদের পাল্টা যুক্তি দেয়, একজন ব্যক্তির নিরাপত্তা দেওয়া এবং একটি পুরো দলের নিরাপত্তা দেওয়া এক নয় এবং এটি একটি বড় ঝুঁকি।
বিজ্ঞাপন