বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবি জানাল ব্রিটিশ সংসদ সদস্যরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:২২ পিএম
বিজ্ঞাপন
২০২৬ বিশ্বকাপের বাঁশি বাজতে আর বেশি দেরি নেই, কিন্তু মাঠের বাইরের রাজনীতি ফুটবলের রোমাঞ্চকে কিছুটা ম্লান করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডের ফলে বিশ্বরাজনীতি উত্তাল, যার প্রভাব ফুটবলেও পড়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের কিছু সংসদ সদস্য যুক্তরাষ্ট্রকে ২০২৬ বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, আন্তর্জাতিক আইন এবং অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান না দেখালে যুক্তরাষ্ট্রকে এমন বড় ক্রীড়া আসরে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত নয়।
এ দাবির পেছনে রয়েছে ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযান ও ট্রাম্পের বিভিন্ন দেশের প্রতি হুঁশিয়ারি। এর পাশাপাশি, ২০২৬ বিশ্বকাপ ও অলিম্পিক দুইটি বড় আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনই যুক্তরাষ্ট্রে হওয়ায় ট্রাম্পের পররাষ্ট্রনীতির প্রভাব খেলাধুলার সংস্থাগুলোর ওপর কীভাবে পড়বে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ফিফা সম্প্রতি ট্রাম্পকে ‘শান্তি পুরস্কার’ দেওয়ার পর, কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে সামরিক অভিযান শুরু করেছে। এতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো উদ্বেগ প্রকাশ করেছে। ২৩ জন এমপি একসঙ্গে একটি প্রস্তাবে সই করেছেন, যেখানে তারা যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপসহ বড় ক্রীড়া ইভেন্ট থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।
তবে, ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে ২০২৬ বিশ্বকাপে কিছু দেশ যেমন ইরান, হাইতি, সেনেগাল ও আইভরি কোস্টের সমর্থকরা ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়ছেন। এখন বড় প্রশ্ন হলো, রাজনীতির এই সংঘাত মাঠের ফুটবলকে কতটা প্রভাবিত করবে।
বিজ্ঞাপন