বিজ্ঞাপন
বিসিবি পরিচালকের পদত্যাগ—নাকি বন্ধ থাকবে বিপিএল?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ পিএম
বিজ্ঞাপন
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। সিলেট পর্ব শেষ হওয়ার পর আগামীকাল ঢাকায় টুর্নামেন্টের পরবর্তী ধাপ শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই ক্রিকেট অঙ্গনে স্পষ্ট অবস্থান নিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। দাবি একটাই—বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ, নতুবা বিপিএলের খেলা বন্ধ।
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের সাম্প্রতিক বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন ক্রিকেটাররা। বেতন, ক্ষতিপূরণ ও পারফরম্যান্স নিয়ে তার মন্তব্যকে অপমানজনক এবং পেশাদারিত্ববিরোধী বলে মনে করছে কোয়াব। এর প্রতিবাদেই সংগঠনটি কঠোর অবস্থানে গেছে।
কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বুধবার রাতে এক জুম মিটিংয়ে বলেন, একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক এ ধরনের মন্তব্য করতে পারেন না। তিনি জানান, আগামীকাল বিপিএল ম্যাচ শুরুর আগে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটাররা কোনো ধরনের খেলায় অংশ নেবেন না।
মিঠুনের মতে, বিষয়টি কেবল একটি মন্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন ধরেই ক্রিকেটারদের নানা দাবি অমীমাংসিত অবস্থায় রয়েছে। প্রথম বিভাগসহ একাধিক ইস্যুতে বোর্ডকে সময় দেওয়া হলেও কার্যকর কোনো সমাধান আসেনি। এর সঙ্গে নাজমুল ইসলামের ধারাবাহিক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এদিকে বিসিবি এক বিজ্ঞপ্তিতে নাজমুল ইসলামের মন্তব্যকে অনুপযুক্ত ও আপত্তিকর বলে উল্লেখ করেছে। তবে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদিত চ্যানেলের বাইরে পরিচালকদের ব্যক্তিগত বক্তব্য বিসিবির অবস্থান নয়। একই সঙ্গে ক্রিকেটারদের প্রতি সম্মান ও সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছে বিসিবি।
সব মিলিয়ে পরিস্থিতি এখন পরিষ্কার। নাজমুল ইসলাম পদত্যাগ করলে মাঠে গড়াতে পারে বিপিএল। অন্যথায় ঢাকাপর্ব শুরুর আগেই বন্ধ হয়ে যেতে পারে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখন চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব বিসিবির হাতেই।
বিজ্ঞাপন