Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

‘ওদের পেছনে কোটি কোটি টাকা খরচ হয়, খারাপ খেললে ফেরত নেই?’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ এএম

‘ওদের পেছনে কোটি কোটি টাকা খরচ হয়, খারাপ খেললে ফেরত নেই?’

বিজ্ঞাপন

আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ। পাকিস্তানের মতো শ্রীলংকায় বিশ্বকাপ খেলতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপের প্রস্তুতি ফি হিসেবে আইসিসির কাছ থেকে ইতোমধ্যে ৫ লাখ ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি টাকার বেশি পেয়েছে বিসিবি। বিশ্বকাপের জন্য আইসিসির কাছ থেকে আর কিছু পাওয়ার নেই বলে ধারণ পরিচালক এম নাজমুল ইসলামের। 

নাজমুলই বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। কারণ, খেললে প্রতিটা খেলায় ক্রিকেটাররা ম্যাচ ফি পায়।’

পরিচালকের দাবি, এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেললেও ২০২৭ সাল পর্যন্ত আইসিসি থেকে বিসিবির রাজস্ব আয়ে কোনো হেরফের হবে না।

এক প্রশ্নে তিনি সাংবাদিকদের জানান, আইসিসি থেকে প্রতিবছর বাংলাদেশ ২০.৪ মিলিয়ন ডলার পায়। এ ছাড়া আইসিসির রিজার্ভ মানি থেকে চার বছর পর পায় ৪ মিলিয়ন ডলার।

বিশ্বকাপ না খেললে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার চিন্তা বিসিবি করবে কি না, এমন এক প্রশ্নে নাজমুল উল্টো বলেছেন, ‘ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!’

আরেক প্রশ্নে তিনি এমনও মন্তব্য করেছেন, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।’

ক্রিকেটার আগে, না ক্রিকেট বোর্ড আগে, এই প্রশ্নের উত্তরে নাজমুলের পাল্টা প্রশ্ন, ‘ধরুন বোর্ডটাই যদি না থাকে, তাহলে ক্রিকেট মানে ক্রিকেটাররা থাকবে কি না?’ 

তিনি আরও বলেছেন, ‘আমার হাত না থাকলে শরীর থাকবে না, শরীর না থাকলে হাত থাকবে না, তো আমার হাত না থাকলে আমার শরীর আর এই হাতের কোনো কোনো কাজ আছে? একই রকম। মানে, দে আর পার্ট অ্যান্ড দ্য পার্সেল।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার