বিজ্ঞাপন
খেলা বন্ধ করার ঘোষণা: ক্রিকেটারদের সঙ্গে বোর্ড পরিচালকদের বৈঠক
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০২:১৩ এএম
বিজ্ঞাপন
খেলা বর্জনের ঘোষণা দেওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি পরিচালকরা। বির্তকের জন্ম দেওয়া পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে অভ্যন্তরীণ ব্যবস্থা নেওয়া হবে বলে ক্রিকেটারদের আশ্বস্ত করার চেষ্টা করেন তারা। তবে ওই পরিচালকের পদত্যাগের দাবিতে অটল থাকার কথা জানান ক্রিকেটারা।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিঠুনের বিপিএল দল ঢাকা ক্যাপিটালসের টিম হোটেলে বৈঠকটি হয়। মিঠুনের সঙ্গে বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, বিপিএল দল রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানসহ কয়েকজন ছিলেন ওই বৈঠকে।
সূত্র থেকে জানা গেছে, বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান ক্রিকেটারদের জানান, পরিচালক নাজমুলকে দ্রুতই ‘ওএসডি’ করা হবে এবং এই সিদ্ধান্তে অন্য সব বোর্ড পরিচালকরা একমত বলেও জানান তিনি। কিন্তু তাকে পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে গঠনতান্ত্রিক জটিলতার কথা তুলে ধরেন ইফতিখার।
ক্রিকেটারদের পক্ষ থেকে তখন বলা হয়, নাজমুল পদত্যাগ করলেই গঠনতান্ত্রিক কোনো সমস্যা থাকে না। পদত্যাগ ছাড়া অন্য কোনো ব্যবস্থা মেনে নেওয়া হবে না বলেও আরেকবার জানিয়ে দেন ক্রিকেটাররা।
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যানও। কয়েক দিন আগে তিনি তুমুল আলোচনায় উঠে আসেন সাবেক অধিনায়ক তামিম ইকবালকে 'ভারতীয় দালাল' মন্তব্য করে।
এই পরিচালক বুধবার তীব্র ভাষায় আক্রমণ করেন ক্রিকেটারদের। বাংলাদেশ দল যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে না যায়, তাহলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, এই প্রশ্নে তিনি বলেন, "ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।"
আরেকটি প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, "আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ডও পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি! আমরা প্রত্যেকবারই তো বলতে পারি যে, 'তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও...!"
তার এসব মন্তব্যের পর ক্রিকেট আঙিনায় তীব্র প্রতিক্রিয়ার তৈরি হয়। রাত ৯টার পরপর বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করে বিসিবি। ওই পরিচালকের মন্তব্য বোর্ডের বক্তব্য নয় বলেও দাবি করা হয় সেখানে।
রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন করে কোয়াব সভাপতি ঘোষণা দেন, বৃহস্পতিবার বিপিএলের প্রথম ম্যাচের আগে নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ রাখবেন তারা।
বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা বৃহস্পতিবার। এ দিন দুটি ম্যাচ আছে টুর্নামেন্টের।
বিজ্ঞাপন