Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

ব্রাজিল নয়, নেইমারের জন্ম আর্জেন্টিনায়!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ এএম

ব্রাজিল নয়, নেইমারের জন্ম আর্জেন্টিনায়!

বিজ্ঞাপন

ফুটবল ইতিহাসের অন্যতম দর্শক মাতানো খেলোয়াড় নেইমার। জাদুকরী ড্রিবলিংয়ের পাশাপাশি ব্রাজিলীয় ফরোয়ার্ডের রসবোধও মুগ্ধ করার মতো। 

নিজেকে এবার ‘আর্জেন্টাইন’ দাবি করে সবাইকে চমকে দিলেন নেইমার। ব্রাজিলে চলমান কিংস লিগ বিশ্বকাপের ফাঁকে মজার এক প্রশ্ন-উত্তর পর্বে এই কাণ্ড ঘটিয়েছেন ৩৩ বছর বয়সি সান্তোস তারকা। 

খেলার নিয়ম ছিল অদ্ভুত সব প্রশ্নের ভুল উত্তর দিতে হবে। নেইমার তাতে শতভাগ সফল। 

এর মধ্যে দুটি প্রশ্নের উত্তর রীতিমতো ভাইরাল হয়ে গেছে। প্রথম প্রশ্ন ছিল তার জাতীয়তা নিয়ে। উত্তরে নেইমার বলেন, তার জন্ম আর্জেন্টিনায়। 

আরেকটি প্রশ্ন, ২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে কোন দল? নেইমার ফেভারিট হিসাবে বেছে নেন বলিভিয়াকে!

ভুল উত্তরের খেলা শেষে আরেকটি চমক উপহার দেন নেইমার। জানান, তার আমন্ত্রণে কিংস লিগ বিশ্বকাপ দেখতে ব্রাজিলে আসতে পারেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। 

কিংস লিগ হলো ‘সেভেন-এ সাইড’ ফুটবল টুর্নামেন্ট। ব্রাজিলের কিংস লিগে নেইমারের নিজের একটি দল আছে।

বিশ্বকাপে খেলছে আর্জেন্টিনাও। নেইমার জানিয়েছেন, আর্জেন্টিনা সেমিফাইনাল বা ফাইনালে উঠতে পারলে ব্রাজিলে খেলা দেখতে আসতে পারেন তার বন্ধু ও সাবেক সতী র্থ মেসি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার