Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ!

বিজ্ঞাপন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে চলমান অনিশ্চয়তায় এবার দেখা দিয়েছে নতুন মোড়। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করে বাংলাদেশ।

এরই ধারাবাহিকতায় গত শনিবার আইসিসির সিদ্ধান্তে বাংলাদেশকে বিশ্বকাপের তালিকা থেকে বাদ দেওয়া হয়।

বাংলাদেশের সরে দাঁড়ানোর ফলে এবারের বিশ্বকাপে সুযোগ পায় স্কটল্যান্ড। তবে এখানেই থেমে নেই নাটক। নতুন করে আলোচনায় এসেছে পরিস্থিতি বদলালে আবারও বিশ্বকাপে ফিরতে পারে বাংলাদেশ। তবে সেটা নির্ভর করছে পাকিস্তানের ওপর।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে বাংলাদেশকে দেওয়া হবে প্রথম সুযোগ।

এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তারা লিখেছে, ‘পাকিস্তান যদি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, বাংলাদেশকে ‘এ’ গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে। তখন বিসিবির দাবি অনুযায়ী তারা সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। সেটা হলে লজিস্টিকাল চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।’

পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না-সে সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে বাংলাদেশের অবস্থান। এই সংক্রান্ত প্রতিবেদন সামনে আসার পর বিশ্বকাপে খেলা নিয়ে নিজেদের অবস্থান আরও সতর্কভাবে পর্যালোচনা করছে বাংলাদেশ।

অন্যদিকে, পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জনের পথে হাঁটে, তাহলে কঠোর শাস্তির মুখে পড়ার শঙ্কা রয়েছে।

আইসিসি জানিয়েছে, এমন সিদ্ধান্ত নিলে শুধু বিশ্বকাপই নয়, এশিয়া কাপ থেকেও বাদ পড়তে পারে পাকিস্তান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার