বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টের দশম আসরের মূল আয়োজক ভারত, এ ছাড়া সহ-আয়োজক শ্রীলঙ্কা। তবে অদ্ভুদ কারণে ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা জেগেছে। দেশটিতে ক্রমেই বাড়ছে নিপা ভাইরাসের সংক্রমণ। পরিস্থিতি এমন হয়ে দাঁড়াচ্ছে, ভারত বিশ্বকাপ আয়োজন শেষমেশ করতে পারবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে।
এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ভারতে নিপা ভাইরাস ধরা পড়ার পর এশিয়ার অনেক দেশে ভারত-ফেরত যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে। অবস্থা বেগতিক দেখলেই কোয়ারেন্টিনের যুগ ফেরানো হতে পারে। সেক্ষেত্রে বিশ্বমঞ্চে পাড়ি জমানো ক্রিকেটারদের দুর্ভোগ বাড়বে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। একই সঙ্গে দর্শক-সাংবাদিকরাও বিড়ম্বনায় পড়বেন।
ইতোমধ্যেই ভারতে ছড়িয়ে পড়া নিপা ভাইরাস নিয়ে হাই-এলার্ট জারি করেছে স্বাস্থ্য বিষয়ক সংগঠন ও সংস্থাগুলো। বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ বের করেছে জিও সুপার, ট্যাপম্যাড, হেলথ মাস্টার, খাইবার নিউজসহ অনেক সংবাদমাধ্যম।
এদিকে সিজিটিএন জানিয়েছে, ইতোমধ্যে চিকিৎসাকর্মীসহ ৫ জন সংক্রমিত হিসেবে ভারতে চিহ্নিত হয়েছেন। ঠিকভাবে স্ক্রিনিং করলে এই সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে, তা-ই বড় প্রশ্ন।
এর আগে, করোনা ভাইরাসের সময়ও ভারতের স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। বাধ্য হয়েই দেশটিতে অনুষ্ঠিতব্য ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে আয়োজিত হয়। এবার নিপা ভাইরাসের প্রাদুর্ভাবেও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
বিজ্ঞাপন