স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার জন্য যেভাবে কাজ করে চলেছেন তাতে শান্তির জন্য তাকে নোবেল দেওয়া উচিত ছিল। কিন্তু কেন তাকে দেওয়া হয়নি তা আমার বোধগম্য নয়।’
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে শরীয়তপুরে নবনির্মিত ভেদরগঞ্জ থানা ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে। পুনরায় বাড়ি থেকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আবেদন করেছেন তার আত্মীয়রা। যথাযথ আইন মেনে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিস্ফোরণ কোনও নাশকতা কি না সেটির তদন্ত চলছে। প্রাথমিকভাবে গ্যাস বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনী, র্যাব ও পুলিশের বিশেষ দল তদন্তের কাজ করছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে।’
আজ শরীয়তপুরে তিনটি নবনির্মিত থানা ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিকালে গোসাইরহাটে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার সাইফুল হক।