‘ট্রিপ লাভার মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২২’- এ চার ক্যাটাগরিতে সেরা হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। একইসঙ্গে এভিয়েশন এন্টারপ্রেনার অব দ্য ইয়ার হয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মনিটর আয়োজিত গালা অ্যাওয়ার্ড সিরিমনিতে ক্রেস্ট হস্তান্তর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।
ইকোনমি ক্লাসের সেরা খাবার ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড, সেরা আঞ্চলিক এয়ারলাইন্স ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড, সেরা অনটাইম পারফর্মেন্স ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড এবং বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা। এটি ২০১৪ সালের ১৭ জুলাই সর্বপ্রথম দুটি উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স সব অভ্যন্তরীণ রুটসহ আন্তর্জাতিক রুট সিঙ্গাপুর, চেন্নাই, মালে, গুয়াংজু, কুয়ালালামপুর, দোহা, শারজাহ, দুবাই, মাস্কাট ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমানবহরে ছয়টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি এটিআর ৭২-৬০০সহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে।