একাধিক বিয়ে করা তারকাদের গল্প

জাগো বাংলা ডেস্ক প্রকাশিত: ১১:২২ পিএম, ০৯ অক্টোবর ২০২২
একাধিক বিয়ে করা তারকাদের গল্প

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। আলোচনায় আছেন তিনি নায়িকা বুবলীকে বিয়ে করে। এটি তার দ্বিতীয় বিয়ে। বুবলীর গর্ভে দ্বিতীয় পুত্রসন্তানের বাবা হয়েও আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন। তবে শাকিবের মতো আরও অনেক তারকাই একাধিক বিয়ে করে খবরের শিরোনাম হয়েছেন। দেখে নেওয়া যাক সেই তালিকা-

আলমগীর ও রুনা লায়লা
বর্তমানে শোবিজে সম্মানিত এক দম্পতি কিংবদন্তি অভিনেতা আলমগীর ও উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। রুনা লায়লা এ পর্যন্ত তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন। তার প্রথম বিয়ে হয় খাজা জাভেদ কায়সার নামে এক ব্যক্তির সঙ্গে। দ্বিতীয় বিয়ে করেন সুইজারল্যান্ডের নাগরিক রন ড্যানিয়েলকে। সর্বশেষ তিনি ঘর বাঁধেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান নায়ক আলমগীরের সঙ্গে। আলমগীরের এটা দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি গায়িকা আঁখি আলমগীরের মা খোশনূরের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন।

ইলিয়াস কাঞ্চন
বাংলা সিনেমার নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন প্রথম বিয়ে করেন জাহানারাকে। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর পর এ নায়ক ঘর বাঁধেন নায়িকা দিতির সঙ্গে। সেই সংসার বেশি দিন স্থায়ী হয়নি। দিতিকে ডিভোর্স দিয়ে আবারও এক নারীর সঙ্গে সংসার পেতেছেন ঢাকাই সিনেমার ‘আদরের সন্তান’।

সাবিনা ইয়াসমিন
বাংলাদেশের সংগীতের কিংবদন্তি সাবিনা ইয়াসমিন প্রথমে বিয়ে করেছিলেন এক ব্যাংক ম্যানেজারকে। সেই সংসারে তাদের একটি মেয়ে রয়েছে। বেশি দিন টেকেনি সে সংসার। এরপর গায়িকা বিয়ে করেন কলকাতার গায়ক সুমন চট্টোপাধ্যায়কে। যিনি পরে ধর্মান্তর হয়ে কবির সুমন নাম ধারণ করেন। সেই সংসারও ভেঙে গেছে।

সামিনা চৌধুরী
এ শিল্পী প্রথমে ভালোবেসে বিয়ে করেছিলেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক নকীব খানকে। মতের মিল না হওয়ায় ভেঙে যায় সে সংসার। পরে সামিনা চৌধুরী বিয়ে করেন অনুষ্ঠান নির্মাতা এজাজ খান স্বপনকে।

সুবর্ণা মুস্তাফা
১৯৮৪ সালে কিংবদন্তি খল অভিনেতা হুমায়ুন ফরিদীকে বিয়ে করেন সুবর্ণা মুস্তাফা। ২৪ বছর সংসার করেন তারা। দাম্পত্য কলহের জেরে ২০০৮ সালে হুমায়ুন ফরিদীকে ডিভোর্স দেন সুবর্ণা। এরপর তিনি বিয়ে করেন নাট্য ও চলচ্চিত্র নির্মাতা বদরুল আনাম সৌদকে। সুর্বণার চেয়ে ১৪ বছরের ছোট সৌদ। তার সঙ্গেই বর্তমানে ঘর করছেন।

সূচরিতা
এই নায়িকা প্রথমে বিয়ে করেছিলেন বাংলাদেশের প্রথম অ্যাকশন হিরো নায়ক জসিমকে। অল্প কিছু দিন সংসার করেছিলেন তারা। জসিমের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সূচরিতা বিয়ে করেন প্রযোজক কেএমআর মঞ্জুরকে।

জেমস
দেশের জনপ্রিয় রকস্টার মাহফুজ আনাম জেমস নব্বইয়ের দশকে প্রথম বিয়ে করেন অভিনেত্রী রথিকে। সেই সংসারে দুই সন্তানের জনক তিনি। তবে সংসার ভেঙে যায় ২০০২ সালে। এরপর তিনি বেনজির সাজ্জাদকে বিয়ে করেন।

শমী কায়সার
১৯৯৯ সালে কলকাতার চিত্রনির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শমী কায়সার। দুই বছর টিকেছিল সে সংসার। এরপর বিয়ে করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতিক মোহাম্মদ এ. আরাফাতকে। বর্তমানে তার সঙ্গেই সংসার করছেন ছোটপর্দার একসময়ের জনপ্রিয় এ অভিনেত্রী।

বিজরী বরকত উল্লাহ
ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী বিজরী বরকত উল্লাহ ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। তাদের ঘরে আসে ফুটফুটে এক কন্যাসন্তান। বেশি দিন স্থায়ী হয়নি সে সংসার। ইমনের সঙ্গে বিচ্ছেদের পর বিজরী বিয়ে করেন অভিনেতা ইন্তেখাব দিনারকে।

ডলি সায়ন্তনী
একসময়ে জনপ্রিয় এ গায়িকা প্রথমে বিয়ে করেন গীতিকার রিজভীকে। সে ঘরে ডলির দুটি কন্যাসন্তান রয়েছে। তারপরও সংসার টেকেনি। এরপর তিনি বিয়ে করেন গায়ক রবি চৌধুরীকে। টেকেনি সে সংসারও। বর্তমানে চট্টগ্রামের এক ব্যবসায়ীর সঙ্গে ঘর করছেন এ গায়িকা।

জিয়াউল ফারুক অপূর্ব
অভিনেতা প্রথমে ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। টেকেনি সে সংসার। এরপর বিয়ে করেন অদিতিকে। সে সংসারে এক পুত্র রয়েছে তার৷ কিন্তু হঠাৎই সুখের সংসারে ভাঙন ধরে। আলাদা হয়ে যান অপূর্ব-অদিতি। গেল বছর অপূর্ব আবার বিয়ে করেন। তার স্ত্রীর নাম শাম্মা দেওয়ান।

অপি করিম
২০০৭ সালে জাপানপ্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার তাসির আহমেদকে বিয়ে করেন অপি। বছর না গড়াতেই ভেঙে যায় তাদের সংসার। এরপর প্রেম করে বিয়ে করেন নাট্যনির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে। দ্বিতীয় সংসারকেও বিদায় জানিয়ে পরিচালক এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেন তিনি। সেই সংসারে এক সন্তানের মা অপি।

সাদিয়া জাহান প্রভা
সমালোচিত মডেল ও অভিনেত্রী প্রভার প্রথম বিয়ে হয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে। বিয়ের পর সাবেক প্রেমিক রাজিবের সঙ্গে করা কয়েকটি পর্ণ ভিডিও ছড়িয়ে পড়লে প্রভাকে তালাক দেন অপূর্ব। পরে মাহমুদ শান্ত নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন প্রভা। এরপর সংসারী হন অপূর্বও।

নওশীন নেহরিন মৌ
এ অভিনেত্রী মিডিয়ায় কাজ শুরু করার আগেই একবার বিয়ে করেছিলেন। টেকেনি সংসার। অভিনয়ে আসার পর নওশীন সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেতা হিল্লোরের সঙ্গে। একপর্যায়ে হিল্লোল তার প্রথম স্ত্রী অভিনেত্রী তিন্নিকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন নওশীনকে।

বাপ্পা মজুমদার
অভিনেত্রী চাঁদনীকে ভালোবেসে ঘর বেঁধেছিলেন জনপ্রিয় এ গায়ক ও সংগীত পরিচালক। সেই সংসার স্থায়ী হয়নি। এরপর বিয়ে করেন আরেক অভিনেত্রী তানিয়া হোসাইনকে। এ সংসারে এক কন্যার বাবা বাপ্পা মজুমদার।

সুজানা জাফর
মডেল ও অভিনেত্রী সুজানা ২০০৬ সালে প্রথম বিয়ে করেন একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে। চার মাসের মাথায় ভাঙে সংসার। এরপর ২০১৫ সালে নিজের চেয়ে সাত বছরের ছোট গায়ক হৃদয় খানকে বিয়ে করেন। মাত্র চার মাস পর ভাঙে সে সংসারও।

নাদিয়া আহমেদ
২০০৮ সালে এ অভিনেত্রী বিয়ে করেন অভিনেতা মনির খান শিমুলকে। পাঁচ বছর পর তারা আলাদা থাকতে শুরু করেন। ২০১৫ সালে হয় ডিভোর্স। এরপর ২০১৬ সালে নাদিয়া বিয়ে করেন অভিনেতা নাঈমকে। বর্তমানে তার সঙ্গেই সংসার করছেন।

হাবিব ওয়াহিদ
২০০৩ সালে লুবায়না নামের এক তরুণীর সঙ্গে প্রথম বিয়ে হয় হাবিবের। মনের অমিলের কারণে প্রেমের সে বিয়ে ভেঙে যায় অল্প সময়ের ব্যবধানে। এরপর ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সে সংসারও টেকেনি। ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি। এরপর তিনি তৃতীয় বিয়ে করেন ২০২১ সালে। এরপর তৃতীয় বিয়ে করেন ২০২১ সালের জানুয়ারিতে। স্ত্রীর নাম আফসানা চৌধুরী।

নাজমুন মুনিরা ন্যান্সি
২০০৬ সালে গায়িকা ন্যান্সি বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালে তাদের সংসারজীবনের ইতি ঘটে। পরে ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদ নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন ন্যান্সি। টেকেনি সংসার। গত বছরের এপ্রিলে তাদের ডিভোর্স হয়। এরপর আগস্টের শেষ সপ্তাহে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি।

রাফিয়াত রশিদ মিথিলা
এ অভিনেত্রী-গায়িকা ২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে বিয়ে করেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান রহমানকে। ২০১৩ সালের ৩০ এপ্রিল তাদের সংসারে আসে মেয়ে আইরা। ২০১৭ সালের জুলাইয়ে ঘটে বিবাহবিচ্ছেদ। পরে ২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার চলচ্চিত্রনির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করে সংসার করছেন মিথিলা।

মাহিয়া মাহি
এ নায়িকা ২০১৬ সালে প্রথমে বিয়ে করেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। ২০২১ সালে ভেঙে যায় সংসার। এরপর ওই বছরের সেপ্টেম্বরে বিয়ে করেন গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে।

পরীমনি
আলোচিত এ নায়িকা সবাইকে ছাড়িয়ে গেছেন। কাগজে-কলমে তার চারটি বিয়ের খবর সবাই জানে। আরেকটা বিয়ে লুকিয়ে করেছিলেন বলে গুঞ্জন আছে। পিরোজপুরে নানাবাড়িতে থাকাকালে খালাতো ভাই ইসমাইল হোসেনের সঙ্গে পরীমনির বিয়ে হয়। সে সংসার টেকে দুই বছর। এরপর ২০১২ সালের ২৮ এপ্রিল ফেরদৌস কবীর সৌরভ নামে ফুটবলারের সঙ্গে বিয়ে হয় নায়িকার। এরপর ২০২০ সালের ১৪ এপ্রিল বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন পরীমনি। কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায়নি। এরপর থিয়েটারকর্মী ও চলচ্চিত্রের সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে খুবই অল্প দিনের পরিচয়ে বিয়ে করেন পরীমনি। এ সংসার টেকেনি তিন মাসও। রনির সঙ্গে ডিভোর্সের কিছুদিন পরই গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরীমনি। রাজের সন্তানের মাও হয়েছেন পরী।

এ ছাড়া হুমায়ূন আহমেদ, হুমায়ূন ফরীদি, নায়ক শাকিল খান, গায়ক রবি চৌধুরী, হৃদয় খান, নায়িকা ময়ূরী, মুনমুনসহ আরও অনেক তারকাই একাধিক বিয়ে করেছেন।