বলিউড তারকা নোরা ফাতেহি ঢাকায় আসবেন নাকি আসবেন না, তা নিয়ে নতুন করে দেখা দিয়েছে 'নাটক'। দুদিন আগে সংবাদ সম্মেলন করে তার আসার বিষয়টি নিশ্চিত করে অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশন। কিন্তু সোমবার (১৭ অক্টোবর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানা গেলো, দেশে বৈদেশিক মুদ্রার মজুদ সুসংহত রাখতে নোরা ফাতেহিকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হচ্ছে না।
প্রজ্ঞাপনে সাক্ষর রয়েছে মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালেদ হোসেনের। বিষয়টি নিয়ে তার মন্তব্য জানার জন্য কল করা হলে সাড়া মেলেনি। এদিকে এই প্রজ্ঞাপনকে আমলে নিচ্ছেন না আয়োজকরা। তাদের পূর্ণ বিশ্বাস রয়েছে, অনুষ্ঠানটি হবে এবং সেখানে অবশ্যই নোরা ফাতেহি পারফর্ম করবেন।
সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠানটির নির্বাহী সৈকত জোয়ারদার বলেন, ‘আসলে অনেক মানুষ চাচ্ছে যে, নোরা ফাতেহি না আসুক। দিনশেষে তো আসবে, ভালোভাবে পারফর্ম হবে। এভরিথিং ইজ ওকে। মাঝখানে নেগেটিভ প্রচারণা করিয়ে আমাদের আরও উপকার করছেন তারা। সুতরাং আমরা এটা নিয়ে মোটেও চিন্তিত নই। কারণ আমাদের কাছে এখনও পর্যন্ত নেতিবাচক কোনও নির্দেশনা আসেনি।’
সৈকতের মতে, মন্ত্রণালয় অফিসিয়াল নিয়মে এই প্রজ্ঞাপন দেয়নি। কেবল একজন সাংবাদিকের কাছে প্রেস বিজ্ঞপ্তির মতো দিয়েছে। সেখান থেকে অন্যদের কাছেও ছড়িয়ে গেছে। তার ভাষ্য, ‘তাদের একটা ইস্যু আছে, সেটা এখন না বলি।’
নোরার আগমনকে শতভাগ নিশ্চিত দাবি করে সৈকত জোয়ারদার বলেন, ‘আমরা শতভাগ নিশ্চিত যে, নোরা ঢাকায় আসছেন এবং ১৮ নভেম্বরই অনুষ্ঠান হবে। নোরা ফাতেহি বিশ্বকাপ ফুটবলের মতো আয়োজনে পারফর্ম করছে, তিনি আমাদের এখানেও আসবেন, এটা তো অনেক বড় ব্যাপার। সুতরাং এটা নিয়ে নেতিবাচক তথ্য না ছড়ানোর অনুরোধ সবার প্রতি।’
গত জুলাই মাসে বলিউড তারকা শিল্পা শেঠি ঢাকায় এসেছিলেন। সে প্রসঙ্গটি টেনে সৈকতের বক্তব্য, ‘সবাই তখন বলেছে, শিল্পা শেঠি আসবেন না। কিন্তু পরে এসেছেন না? এসেছে তো। সেজন্যই বলছি, আমরা চিন্তিত না। আমরা আমাদের মতো কাজ করছি।’
আগামী ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন হলে অনুষ্ঠিত হবে নারী উদ্যোক্তাদের জন্য ‘গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড-২০২২’। সেই অনুষ্ঠানেই পারফর্ম করার কথা রয়েছে নোরা ফাতেহির। এর আগে হোটেল লা মেরিডিয়ানে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি হবেন ‘দিলবার’-গার্ল। তবে শেষ পর্যন্ত ঢাকার বুকে নোরার পা পড়ে কিনা, তা জানার জন্য অপেক্ষাই একমাত্র উপায়।
এর আগে গতমাসে (সেপ্টেম্বর) নোরা ফাতেহিকে ঢাকায় নামানোর ঘোষণা দেয় মিরর গ্রুপ। তখন নোরাকে ঢাকা থেকে বুকিং মানি হিসেবে পাঠানো হয় ১৫ লাখ রুপি! শেষ পর্যন্ত বৈদেশিক মুদ্রার মজুদ ঘাটতির কারণ দেখিয়ে মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি আয়োজকরা।
আইটেম গানের শিল্পী হিসেবে নোরা ফাতেহি বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’ প্রভৃতি। হিন্দির পাশাপাশি দক্ষিণি ছবিতেও নোরা সমান দক্ষ। তেলেগু, মালয়ালাম আর তামিল ছবিতেও তার সরব উপস্থিতি নজর কাড়ে। মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বিভিন্ন টিভি শোতেও নোরার উপস্থিতি ছিলো জাঁকালো।