ভারতের দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে। এমন অনেক সিনেমা রয়েছে, যেগুলি শুধু তাদের বিষয়বস্তু দিয়েই মানুষের মন জয় করেনি বরং বক্স অফিসে আয়ের অনেক রেকর্ডও ভেঙেছে। অনেকেই প্রচুর টাকা পারিশ্রমিক নেন ছবি পিছু। দক্ষিণের ৬ ধনী তারকার সম্পত্তির পরিমাণের দিকে নজর দেওয়া যাক-
চিরঞ্জীবী
দক্ষিণের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে নাম আসে তেলুগু তারকা চিরঞ্জীবীর। হায়দরাবাদের জুবিলি হিলস-এ কোটি কোটি টাকার একটি বাংলোতে থাকেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুসারে অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ১৬৫০ কোটি টাকা।
মামুট্টি
পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত দক্ষিণী অভিনেতা মামুট্টি। ৭১ বছর বয়সী এই অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ৩৪০ কোটি টাকা।
মোহনলাল
দক্ষিণের জনপ্রিয় অভিনেতা মোহনলাল। প্রচুর পরিমাণ টাকা দান করেন তিনি। সংবাদমাধ্যমের একাধিক রিপোর্ট অনুসারে, অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ৩৭৬ কোটি টাকা।
রজনীকান্ত
চেন্নাইয়ে ৩৫ কোটি টাকার বাংলোতে থাকেন রজনীকান্ত। একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে থালাইভার মোট সম্পত্তির পরিমাণ ৪৩০ কোটি টাকা।
কমল হাসান
তামিল অভিনেতা কমল হাসান ছবি পিছু ৫০ কোটি টাকা পর্যন্ত চার্জ করেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ ৩৮৮ কোটি টাকা।
নাগার্জুনা
সিনেমা ছাড়াও তেলুগু সুপারস্টাররা ব্যবসা থেকে কোটি টাকা আয় করেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী অভিনেতা নাগার্জুনার মোট সম্পত্তির পরিমাণ ৯৫০ কোটি টাকা।
সূত্র: হিন্দুস্তান টাইমস