তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন এক নারী। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় পেটের ভেতরে আটকে রয়েছে গজ কাপড়। পরে অস্ত্রোপচার করে বের করা হয়। চিকিৎসকদের ধারণা, প্রায় দুই দশক আগে হওয়া অন্য কোনো অস্ত্রোপচারের সময়ে সেই কাপড় ওই নারীর পেটের ভেতরে রয়ে গিয়েছিল।
চিকিৎসাশাস্ত্র সংক্রান্ত একটি জার্নালে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, ১৯৯৯ সালে ‘গ্যাস্ট্রিক মিউকোসাল অ্যাডিনোকার্সিনোমা’ নামক ক্যানসারে আক্রান্ত হন ওই নারী। ফলে তার করতে হয় একাধিক অস্ত্রোপচার। চিকিৎসার পর তাকে ক্যানসারমুক্ত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর প্রায় দুই দশক তেমন কোনো সমস্যা ছিল না তার। কিন্তু কিছু দিন আগে পেটের এক পাশে প্রবল যন্ত্রণা শুরু হয় তার। ফুলে ওঠে ডান পা। তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
হাসপাতালে আলট্রাসনোগ্রাফি করা হয় ৬৫ বছর বয়সী ওই নারীর। তাতেও প্রথমে বোঝা যায়নি পেটের ভেতরে থাকা জিনিসটি কী। পরে অস্ত্রোপচারের পর বোঝা যায়, ভেতরে আটকে ছিল গজ কাপড়! তবে কোনো উপসর্গ ছাড়াই এত দিন কীভাবে এই কাপড় রোগীর পেটের ভেতরে রইল, তা ভেবে অবাক চিকিৎসকরা।