Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

নারিকেলি হাঁস রান্না করবেন যেভাবে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০১:৩৭ পিএম

নারিকেলি হাঁস রান্না করবেন যেভাবে

বিজ্ঞাপন

শীতের খাবারের তালিকায় হাঁসের মাংস অনেকেরই বেশ পছন্দের। এই মাংসের সঙ্গে আরেকটি উপকরণ খুব মানানসই, সেটি হলো নারিকেল। নারিকেলের দুধ দিয়ে রান্না করা হাঁস খেতে বেশ সুস্বাদু। তবে নারিকেল কুচি দিয়ে রান্না করা হাঁসও কিন্তু খেতে কম সুস্বাদু নয়। চলুন জেনে নেওয়া যাক নারিকেলি হাঁস রান্না করার রেসিপি-

তৈরি করতে যা লাগবে
হাঁস- ১টি
নারিকেল কুচি- ২০০ গ্রাম
পেঁয়াজ কুচি- ৩টি
রসুন বাটা- ২ টেবিল চামচ
জিরা গুঁড়া- পরিমাণমতো
হলুদ, মরিচ, লবণ- পরিমাণমতো
কাঁচা মরিচ- ১০/১২টি
সরিষা বাটা- অল্প
বাদাম বাটা- সামান্য
তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন
কড়াইতে তেল গরম করে তেলে পেঁয়াজ দিন। পেঁয়াজ একটু নরম হলে আদা রসুন লবণ সরিষা ঢেলে দিয়ে নাড়তে থাকুন। তারপর একটু ভাজা ভাজা হলে হলুদ, মরিচ, লবণ, জিরা ও গরম মসলা দিয়ে কষিয়ে নিন। এবার কড়াইতে অল্প পরিমাণ পানি দিয়ে চামড়া ছাড়ানো হাঁসের মাংস ছোট ছোট টুকরো করে কড়াইতে ঢেলে দিন। মাংস সেদ্ধ হলে কাঁচা মরিচ এবং নারিকেল কুচি ঢেলে দিয়ে কড়াই ঢাকনা দিয়ে ঢেকে দিন। এবার চুলার আঁচ কমিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিন। ১ টেবিল চামচ গুঁড়া দুধ পানিতে মিশিয়ে কড়াইতে ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিন। এবার গরম গরম পরিবেশন করুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার