বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকেই আমেরিকায় উচ্চশিক্ষা পেতে চান। শিক্ষার্থীদের প্রথম পছন্দ যুক্তরাষ্ট্র। কেননা, দেশটিতে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগও মেলে। পড়াশোনা শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগও আছে। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা পেতে বিভিন্ন তথ্য জানতে ঢাকায় আমেরিকান সেন্টারে গিয়ে ভিজিট করতে পারেন। যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খোঁজ মিলবে। পাশাপাশি দেশটিতে শিক্ষা ভিসা যাওয়ার উপায় বাতলে দেবেন তারা।
শিক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট 'এডুকেশনইউএসএ' দেশটিতে ভর্তি, বিশ্ববিদ্যালয়, ডেডলাইন, প্রক্রিয়া সম্পর্কে সকল তথ্য পাওয়া যাবে। আমেরিকান সেন্টারের ওয়েবসাইটে পড়াশোনার ব্যাপারে পাঁচটি গাইডলাইন দেয়া রয়েছে। এগুলো দেখে পুরো আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করা যেতে পারে।
প্রথমেই গবেষণা। কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, আপনার পছন্দের বিষয় সেখানে আছে কিনা, টিউশন ফি কত, ইংরেজির জন্য আইইএলটিএস, নাকি টোফেল অথবা আর কি প্রমাণ চাইছে ইত্যাদি দেখে বাছাই করতে হবে। এরপর পড়াশোনার খরচ বা বৃত্তির বিষয়টি ঠিক করে নিতে হবে।
বিশ্ববিদ্যালয় ঠিক হওয়ার পরে অনলাইনেই আবেদন করতে হবে এবং প্রয়োজনে সেমিস্টার ফি পাঠাতে হবে। এরপরে ভর্তির সুযোগ পেলে ভিসার আবেদন করতে হবে। আমেরিকায় একেকটি স্টেট ভেদে বিশ্ববিদ্যালয়ের খরচের অনেক তারতম্য হতে পারে।
আমেরিকায় যেসব ডিগ্রি ও কোর্সে ভর্তির সুযোগ আছে
আমেরিকায় সাধারণত তিন ধরনের ডিগ্রিতে বেশি জনপ্রিয়। এগুলো হলো-ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি এবং ডক্টরেট ডিগ্রি। এর বাইরে স্কলারশিপ বা শিক্ষাবৃত্তির মাধ্যমে বিভিন্ন কোর্স ও ডিগ্রিতে ভর্তি হওয়া যায়।
আমেরিকার এসব ডিগ্রির পাশাপাশি আরেকটি কোর্স আছে। যেটা খুব জনপ্রিয়। নাম অ্যাসোসিয়েট ডিগ্রি। মূলত মাধ্যমিক পরীক্ষা দিয়ে এই অ্যাসোসিয়েট ডিগ্রীতে ভর্তি হওয়া যায়। এই কোর্সের মেয়াদকাল ২ বছর।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা পাবেন যেসব উপায়ে
আরও পড়ুন: শেনজেন ভিসা পাওয়ার উপায়: এক ভিসায় ঘুরে আসুন ২৭ দেশ