মসলা পিষে নেওয়া থেকে শুরু করে অতিথির জন্য স্মুদি বানিয়ে ফেলা- সব কাজই দ্রুত করতে পারেন ব্লেন্ডারের সাহায্যে। তবে ব্লেন্ডারের ভেতরের অংশ বা ব্লেড পরিষ্কার করা বেশ ঝক্কির কাজ। ঠিক মতো পরিষ্কার না করলে মসলার গন্ধ বা দাগ রয়ে যেতে পারে ভেতরে। জেনে নিন ঝামেলাহীন উপায়ে কীভাবে ব্লেন্ডারের ভেতরের দাগ ও গন্ধ দূর করবেন।
১. লিকুইড ওয়াশ দিয়ে ব্লেন্ডারের ভেতরের অংশ পরিষ্কার করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। এক টুকরা লেবুর খোসা ব্লেন্ডার জগের ভেতরে ও বাইরে ঘষে নিন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
২. গরম পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ব্লেন্ডারের ভেতর ও বাইরের অংশ পরিষ্কার করে নিন। জীবাণু ও দুর্গন্ধ দূর হবে।
৩. কুসুম গরম পানির সঙ্গে লেবুর রস, সাদা ভিনেগার ও লবণ মিশিয়ে কয়েকবার ব্লেন্ড করুন। এরপর ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
৪. ব্লেন্ডার জারের অর্ধেক অংশ পানি ভর্তি করে সামান্য ডিশ ওয়াশ লিকুইড মিশিয়ে ব্লেন্ড করুন। পরিষ্কার হয়ে যাবে ভেতরের অংশ।